আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন

Logo
News Headline :
বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস প্রায় ৬ মাস ধরে বন্ধ। আন্ত:ক্যাডার বৈষম্য নিরসনের দাবীতে পিরোজপুরে বিসিএস শিক্ষকদের মানববন্ধন যতাযত মর্যাদা ও আনন্দ উৎসবের মধ‍্য দিয়ে জুড়ীতে পালন হল পবিত্র বড়দিন ফরিদপুরের চরভদ্রাসন সরকারি কলেজে শিক্ষকদের উদ্যোগে আন্ত ক্যাডার বৈষম্য নিরসনে মানববন্ধন  ফরিদপুরে সাদ পন্থীদে সকল কার্যক্রম বন্ধের দাবিতে   বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকে  স্মারক লিপিপ্রদান  বোরহানউদ্দিনে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আঞ্চলিক প্রেস ক্লাবের নিন্দা ভোলায় ছাদ থেকে পড়ে মাদরাসার শিশু ছাত্রের মৃত্যু কুলিয়ারচরে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মুখে ‘আল্লাহ’ ‘আল্লাহ’ ডাক কুলিয়ারচরে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ দাখিলের পর ঘুষের ১৯ হাজার টাকা ফেরত দিলেন এসআই সাইফুল ইসলাম
দুই ঘণ্টা সময় দিয়ে কাকে হুঁশিয়ার করলেন সোহানা সাবা?

দুই ঘণ্টা সময় দিয়ে কাকে হুঁশিয়ার করলেন সোহানা সাবা?

বিনোদন ডেস্ক :-

দেশের গুণী অভিনেত্রী ও নৃত্যশিল্পী সোহানা সাবা। দেশের বাইরের সিনেমায়ও সুনামের সঙ্গে অভিনয় করেছেন। ফ্যাশন সচেতনতার জন্য ভক্তদের কাছ থেকে আলাদাভাবে প্রসংশা পেতেন তিনি।

তবে এই সময়টা খুব একটা ভালো যাচ্ছে না এই অভিনেত্রীর। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে আওয়ামীপন্থি তারকারা এখন জনগনের খুবই অপছন্দের মানুষ।

বিশেষ করে সম্প্রতি ‘আলো আসবেই’ নামক হোয়াটস অ্যাপ গ্রুপের গোপন কথোপকথনের স্ক্রিন শট ভাইরাল হওয়ার পর ছাত্র আন্দোলনের সময় কিছু তারকার অবস্থান নিয়ে শুরু হয় তোলপাড়। সেই শিল্পীরা নেটিজেনদের কাছে ব্যাপকভাবে কটাক্ষের শিকার হয়েছেন। তাদের একজন সোহানা সাবা।

এই পরিস্থিতির মধ্যে আবার নতুন বিপাকে পড়লেন এই অভিনেত্রী। একটু আগে সোহানা সাবা নিজেই নিজের ভেরিফায়েড ইন্সটাগ্রাম আইডিতে বিষয়টি তুলে ধরেছেন।

সাবা লিখেছেন, ‘‘ভোরের কাগজ’ অনলাইন আমার বিরুদ্ধে আজ (০৬/০৯/২০২৪) একটি (ইউটিউব এবং অনলাইন নিউজ) নিউজ করেছে যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে, যাতে আমার সুনাম নষ্ট হয়। গত ২০ বছর ধরে আমি মিডিয়াতে কাজ করছি এবং সচেতনভাবে আমি আমার কাজের বাইরে কোনো বিতর্ক বা আলোচনায় থাকতে চাই না।’

এই তারকা আরও লিখেছেন, ‘এ বছরের শুরুতে একটি প্রতারণামূলক দল আমার নামে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছিল। আমি তখনই একটি জিডি করি, যেন ভবিষ্যতে এ ধরনের কাজ কেউ আর করার সাহস না পায়। সেখান থেকে এক অপরিচিত সাংবাদিক এই ঘটনা সম্পর্কে জানতে পারে এবং আমাকে ফোন করে কথা বলে। এখন দেখছি, সে আমার বিনা অনুমতিতে সেই কথোপকথনটি রেকর্ড করেছে, যা সম্পূর্ণ আইনের বাইরে।’

সবশেষে সাবা হুশিয়ারি দিয়ে লেখেন, ‘একজন নারী হিসেবে আমি সে সময়ে আমার সম্মান বাঁচাতে যে কাজটি করেছি, সেটি এই অসময়ে এসে ভোরের কাগজ আমার বিরুদ্ধেই বানোয়াট নিউজ করে আমার রেপুটেশন নষ্ট করার চেষ্টা করেছে একটি বিকৃত হেডলাইনের মাধ্যমে। আমি তাদেরকে শক্তভাবে বলতে চাই, আগামী দুই ঘণ্টার মধ্যে আপনারা আপনাদের জায়গা থেকে প্রত্যেকটি নিউজ ডিলিট করবেন। না হলে আমি এই প্রমাণ নিয়ে আইনানুগ সিদ্ধান্ত নিতে বাধ্য হব।’

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com