আজ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৪০ অপরাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক;-
বরিশাল বিমানবন্দরের দৈনন্দিন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। জানা গেছে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৪৭৩ নং ফ্লাইটে ঢাকা থেকে জয় কুমার নামে একজন ভারতীয় নাগরিক বরিশাল বিমানবন্দরে আগমন করেন। পরবর্তীতে তিনি পটুয়াখালীর পায়রা বন্দরের চলমান কার্যক্রমের লক্ষ্যে বিমানবন্দর ত্যাগ করেন।
তিনি ইঞ্জিনিয়ার এবং ঐ কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে আগামী একমাস জাহাজে অবস্থান করবেন বলে জানা গেছে। এছাড়া সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৪৭৪ নং ফ্লাইটে পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী ও পায়রা বন্দরের ইঞ্জিনিয়ারিং বিভাগের সদস্য কমোডর রাজীব ত্রিপুরা এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বরিশাল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
এছাড়া বরিশাল বিমানবন্দরের অন্যান্য পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।