আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:০২ পূর্বাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক:-
রাজধানী ঢাকার বৃহৎ কারওয়ান বাজারে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্র-জনতার হাতে আটক হলেন তেজগাঁও থানা শ্রমিক দলের আহ্বায়ক জালাল আহমেদ। সোমবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ঘটেছে এ ঘটনা।জালাল আহমেদ কারওয়ান বাজারে চাঁদাবাজি করতে গেলে তাকে ছাত্র-জনতা আটক করে প্রথমে। পরে চাঁদাবাজির কারণ জানতে চাওয়ার একপর্যায়ে উপস্থিত সাধারণ মানুষ মারধর করেন তাকে।
এ অবস্থায় ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা জালাল আহমেদকে উদ্ধার করে তেজগাঁও থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন এবং পরে ঘটনাস্থলে পুলিশে এলে সোপর্দ করা হয় তাকে।