আজ মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন

Logo
News Headline :
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৩দিন ব‍্যপী একুশে বইমেলা -২০২৫ পবিপ্রবির ফজিলাতুন্নেছা হলের নাম ফলক সরিয়ে নতুন নামে ব্যানার টানালো শিক্ষার্থীরা বদলগাছীর ঢাবি শিক্ষার্থী ছাত্রী আনিকা মেহেরুন্নেসা সাহির হোস্টেল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার।  ২৮ ফেব্রুয়ারি শেরপুর সেতু বন্ধ থাকবে বিকল্প সড়ক ব‍্যবহার করে যান চলাচল করতে হবে কুলিয়ারচরে লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের ৭৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মানবিক হা-মীম যুব ফাউন্ডেশন পিরোজপুর জেলা শাখার অভিষেক অনুষ্ঠিত বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত! কুলিয়ারচরে জামায়াতে ইসলামীর দাওয়াতী সভা ও ইউনিয়ন অফিস উদ্বোধন পিরোজপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জালিয়াতি  রাজনীতি নিষিদ্ধ পবিপ্রবিতে বিএনপির দুইগ্রুপের সংঘর্ষ, আহত ২
 ৫ মাস পর ছাত্র আন্দোলনে নিহত মামুনের লাশ উত্তোলন

 ৫ মাস পর ছাত্র আন্দোলনে নিহত মামুনের লাশ উত্তোলন

পিরোজপুর প্রতি‌নি‌ধি:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার আশুলিয়ায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ৫ মাস ২৪ দিন পর শহিদ মামুনের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে বৃহস্প‌তিবার (৩০ জানুয়ারি)  দুপু‌রে শহিদ মামুন খন্দকার বিপ্লবের লাশ ময়না তদন্তের জন্য বরিশাল 

মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে সকালে মঠবাড়িয়া উপজেলার বেতমোড় রাজপারা ইউনিয়নের নিজস্ব পারিবারিক কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়। এ সময় মঠবাড়িয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাইসুল ইসলাম উপস্থিত ছিলেন।

ছাত্র আন্দোলনে নিহত মামুন খন্দকার মঠবাড়িয়া বেতমোড় এলাকার মৃত হাজী মুজিবর রহমান খন্দকারের ছেলে। সে আশুলিয়ার বাইপাল এলাকার স্বেচ্ছাসেবক দলের নেতা ছিলেন।

জানা গেছে, মামুন গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় গুলিতে আহত হলে সহযোদ্ধারা তাকে গণস্বাস্থ্য হাসপাতালে নিলে চিকিসাধীন অবস্থায় দুইদিন পর গত ৭ আগস্ট তিনি মারা যান। পরে ৯ আগস্ট শহিদ মমুনের মরদেহ তার নিজ বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমেড় গ্রামে নিয়ে এসে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ ঘটনায় শহিদ মামুনের স্ত্রী সাথি খন্দকার আশুলিয়া থানায় একটি মামলা করেন। সেই মামলার তদন্তের জন্য পুলিশ আদালতে আবেদন করেন। আদালত মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাইসুল ইসলাম উপস্থিতিতে মামুনর লাশ উত্তোলন করার নির্দেশ দেন। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে মামুনের লাশ উত্তোলন করা হয়।

এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাইসুল ইসলাম বলেন, ঢাকার আশুলিয়ায় ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মামুন গুলিতে নিহত হন। বিজ্ঞ আদালতের নির্দেশে তার লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য বরিশাল মেডিকেল 

কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com