আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৪০ অপরাহ্ন
পবিপ্রবি প্রতিনিধি
মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষ্যে গৃহীত কর্মসূচিতে সকল সরকারী-বেসরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বর্ণিল আলোকসজ্জাসহ উদযাপন করা হচ্ছে। এরই প্রেক্ষিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এর মূল ক্যাম্পাসের প্রশাসনিক ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আলোকসজ্জা করা হয়েছে।
তবে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যমূলক আচরণ দেখা দিয়েছে বরিশাল ক্যাম্পাসকে ঘিরে। বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের মতো এ ক্যাম্পাসে নেই কোনো সাজসজ্জা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এবারই প্রথমবার এরকম দৃশ্য দেখছে বলে মনে করছে । জুলাই গনঅভ্যুত্থানের পরে বিজয় দিবসকে ঘিরে এরকম দৃশ্য শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি করছে।
বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক শিক্ষার্থী জানান, “প্রতিবছর বিজয় ও অন্যান্য দিবস উপলক্ষে আংশিক সাজসজ্জা করা হলেও এবার আমাদের ক্যাম্পাসে একদম সাজসজ্জা করা হয় নি। আমার কাছে এটা বৈষম্য বলে মনে হয়েছে। ২৪ এর বিপ্লবের পর এমন বৈষম্য আসলে ই মেনে নেবার মতো না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ বিষয়ে আরও যত্নবান হওয়া উচিত”
বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল হাজবেন্ড্রী ডিসিপ্লিনের আরো এক শিক্ষার্থী জানান, “পবিপ্রবি মূল ক্যাম্পাসে বিজয় দিবসে বর্ণিল আলোকসজ্জা করা হলেও বঞ্চিত আমাদের বরিশাল ক্যাম্পাস। একাডেমিক, প্রশাসনিক কোনো ভবনেই নেই উৎসবের আমেজ। মূল ক্যাম্পাসের আয়োজন দেখলে আমাদের সবসময়ই খারাপ লাগে। জাতীয় দিবসগুলো উদযাপনে দুই ক্যাম্পাসকেই সমান গুরুত্ব দেয়া উচিত।”
এ বিষয়ে জানতে চাইলে বরিশাল ক্যাম্পাসের জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আহসানুর রেজা জানান, “বাজেট দেওয়া হয়েছে কিন্তু বাজেট প্রয়োজনের তুলনায় কিছুটা কম। সেক্ষেত্রে খেলাধুলাসহ অনান্য আয়োজনের পরে বড়পরিসরে বাজেট ছিলো না। যতটুকু ছিলো তাতে শহীদ মিনার আলোকসজ্জা করা হয়েছে।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মামুনুর রশিদ বলেন, “বিজয় দিবস আয়োজনে বরিশাল ক্যাম্পাসের জন্য বাজেটের কিছুটা ঘাটতি ছিলো, যদিও গতবছরের তুলনায় এ বছর কিছুটা বাড়ানো হয়েছে। তবুও সেটা পর্যাপ্ত না। আশা করছি আগামীতে বরিশাল ক্যাম্পাসে এ সমস্যাটি থাকবে না।”