আজ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন
বাউফল প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলার ইউনুচ বিশ্বাস নামে এক জামায়াত নেতার সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন খয়রাবাদ সেতুর ঢালে অন্তরা পরিবহন-মোটর সাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ইউনুস বিশ্বাস মৃত্যুবরণ করেন।
তার মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাউফল উপজেলা জামায়াত ইসলামীর আমির মো. রফিকুল ইসলাম।
নিহত ইউনুস উপজেলার নওমালা ইউনিয়নের বাসিন্দা এবং নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক।
দলীয় সূত্র জানায়, তিনি বরিশাল হতে মোটরসাইকেল যোগে পটুয়াখালী বাউফলের উদ্দেশ্যে রওনা দিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে একটি অন্তরা পরিবহন এসে চাপা দিলে মাথায় ও মুখমণ্ডলে আঘাত প্রাপ্ত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ দিকে কিছুদূর গিয়ে বাস থামিয়ে রেখে চালক পালিয়ে যান বলে জানা যায়।
উপজেলা জামায়াত ইসলামীর আমির মো. রফিকুল ইসলাম জানান, জামায়াত নেতার মৃত্যুতে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত ইসলামীর সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরমের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ শোক প্রকাশ করেছেন। আগামী কাল সকাল ১১টায় নওমালা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
এইচ এম বাবলু