আজ শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন

Logo
বাউফলে যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি 

বাউফলে যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি 

এইচ এম বাবলু বাউফল প্রতিনিধি

বাউফলে যুবদল নেতার বিরুদ্ধে প্রচারিত একটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার কালাইয়া ইউনিয়নের  গাজীর দোকান এলাকায় ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।এতে যুবদলের স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও শতাধিক নারী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে যুবদল নেতা জসিম পঞ্চায়েত-এর বিরুদ্ধে একটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হয়েছে। এই সংবাদের মাধ্যমে তার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে।

বক্তারা আরও বলেন, সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং তথ্যভিত্তিহীন। তারা নিন্দা জানান এবং দোষী সাংবাদিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন যুবদল, ছাত্রদলসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা থাকা উচিত, তবে সেটি যেন কারো চরিত্র হননের হাতিয়ার না হয়।

বক্তারা শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং মিথ্যা সংবাদের বিরুদ্ধে

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com