আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:০৩ অপরাহ্ন
এইচ এম বাবলু বাউফল প্রতিনিধি :-
পটুয়াখালীর বাউফলে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি সম্প্রতি একটি বৃহৎ মানবিক উদ্যোগ গ্রহণ করেছে যেখানে এক হাজার দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এ উদ্যোগের মূল লক্ষ্য ছিল সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনের প্রতিকূল পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে সহায়তা করা।
অনুষ্ঠানটি ব্যাংকের উদ্যোগে সকাল ১১ টায় শাহেদা গফুর হাসপাতালের মাঠে আয়োজিত হয় এবং এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক পিএসসি’র উদ্যোক্তা পরিচালক ও মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ এর চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলম।মোঃ কামরুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত ব্যাবস্থাপনা পরিচালক মার্কেন্টাইল ব্যাংক, পিএলসি মতিউল হাসান, মোঃ ফারুখ সিকদার, মোঃ মোসলে উদ্দিন, মার্কেন্টাইল ব্যাংক পিএসসি’র কালাইয়া শাখা ব্যাস্থাপক মোঃ আল মামুন ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তাগণ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, সমাজসেবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা দুস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি এবং যাতায়াত খরচ ৩০০শত টাকা যা তাদের দৈনন্দিন চাহিদা পূরণে সহায়ক হবে।
মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, “সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমাদের এই উদ্যোগ তাদের কিছুটা কষ্ট লাঘব করতে সহায়ক হবে বলে আমরা আশা করি।”
এই ধরনের উদ্যোগ সমাজের দুর্বল জনগোষ্ঠীর মধ্যে স্বস্তি ও সাহায্যের বার্তা ছড়িয়ে দেয় এবং মানবিক মূল্যবোধকে উজ্জীবিত করে। মার্কেন্টাইল ব্যাংকের এ উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসনীয় এবং অন্যান্য প্রতিষ্ঠান ও ব্যক্তিদের অনুপ্রাণিত করবে সমাজের কল্যাণে এগিয়ে আসার জন্য।