আজ শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন
এইচ এম বাবলু বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে আরও এক ব্যক্তির অজ্ঞাত লাশ উদ্ধার করেছে বাউফল থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালি খাল থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হ্য়।
স্থানীয় লোকজন লাশটি ভাসমান অবস্থায় দেখতে পেলে বাউফল থানা পুলিশকে খবর দিলে পুলিশের একটি টিম লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, লাশটি উদ্ধারের সময় তার পকেটে থাকা একটি কাগজ পাওয়া গেছে তাতে লেখা আবদুল্লাহ সিরাজগঞ্জ। তার সূত্র ধরে পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে।