আজ শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন
ডেস্ক নিউজ :-
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে গত পাঁচ দিনে ৬১ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ৭ লাখ ৮৪ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বিভাগীয় মৎস্য অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর থেকে ১৭ অক্টোবর মধ্যরাত পর্যন্ত বরিশাল বিভাগে ৫৮৫ টি অভিযান চালানো হয়েছে এবং ১৮৮ টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এখন পর্যন্ত মামলা করা হয়েছে ১৬৫ টি। মোট ৪ হাজার ২৭০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৩ কোটি ৪৯ লাখ ৪০ হাজার ৬ শত টাকা মূল্যের ১৬ লাখ ৪৩ হাজার ৪ শত মিটার অবৈধ জাল। এছাড়া নৌকাসহ জব্দ হওয়া সরঞ্জাম নিলাম করে ১ লাখ ২ হাজার ৬ শত টাকা জমা করা হয়েছে।