আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৪৫ পূর্বাহ্ন
ডেস্ক নিউজ :-
বরিশালের হিজলা উপজেলায় মা ইলিশ রক্ষা অভিযানে বুধবার দিবাগত রাতে মেঘনার শাখা নদীতে ৩৪ জেলে ও অবৈধ কারেন্ট জাল,মা ইলিশ আটক করে।
উপজেলা সহকারী কমিশনার ভুমি ইয়াসিন সাদেক এর নেতৃত্বে অভিযানে অংশগ্রহন করেন ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্লাহ,হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাজিব রায় সহ নৌ-পুলিশের একটি চৌকস টিম।
আটককৃত ৩৪ জেলের মধ্যে ২৪ জেলেকে নগদ ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়েছে।বাকি ৮ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় নদীতে মা ইলিশ শিকার না করার শর্তে মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
উদ্ধারকৃত ২৫০ কেজি মা ইলিশ উপজেলার ১১ টি এতিম খানা ও লিল্লাহ বোডিংএ বিতরণ করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার ভুমি ইয়াসিন সাদেক জানায়:- গতকাল রাতে মা ইলিশ শিকারের দায়ে ৩৪ জেলে,দুটি মাছ শিকারের নৌকা ও অবৈধ কারেন্ট জাল,মাছ উদ্ধার করা হয়েছে।অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়ে বিনষ্ট করা হয়েছে।আটক ট্রলার দুটি নিলামে বিক্রি করা হবে।এছাড়া উদ্ধার কার মা ইলিশ বিভিন্ন মাদরাসায় দেওয়া হয়েছে।