আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:২০ অপরাহ্ন

Logo
News Headline :
পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ দাখিলের পর ঘুষের ১৯ হাজার টাকা ফেরত দিলেন এসআই সাইফুল ইসলাম চরভদ্রাসন উপজেলা  গাজীরটেকে গাছ কাঁটাকে কেন্দ্র করে  বিরধে গৃহবধূকে অমানবিক নির্যাতন ওশীলতাহানী তজুমদ্দিনে শিশু শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার বদলগাছীতে বিয়ে কিশোরীর ছাড়াই সন্তান প্রসব এলাকায় তোলপাড়, পরিবারের অভিযোগ ধর্ষণ। ববি ছাত্রলীগ নেতা আবিদ মাদকসহ গ্রেফতার, পাঁচ দিনের কারাদণ্ড বরিশাল প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে ববি প্রেস ক্লাবের শুভেচ্ছা ও অভিনন্দন বাজিতপুরে মামলা তুলে আনার জন্য বাদীকে হুমকির অভিযোগ বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠানকে আড়াই কোটি টাকা অনুদান :- ধর্ম মন্ত্রণালয় জোর করে নারীকে বোরকা পরাবো না: জামায়াতে আমির ব্রাহ্মণবাড়িয়ায় গর্তে পোড়ানো হচ্ছিল নারীর মাথাবিহীন মরদেহ
ববি’র একমাত্র রেডিও স্টেশন বিইউ রেডিও’র নেতৃত্বে সাকিব, তাহেরী

ববি’র একমাত্র রেডিও স্টেশন বিইউ রেডিও’র নেতৃত্বে সাকিব, তাহেরী

 বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একমাত্র রেডিও স্টেশন ও সংগঠন বিইউ রেডিও’র নতুন এক্সিকিউটিভ কমিটি (২০২৪-২৫) ঘোষণা করা হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোঃ সাকিব মাহমুদ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোঃ সাইফুল্লাহ আল তাহেরী।

বৃহস্পতিবার (১৯ শে ডিসেম্বর) সকাল ১০ টায় বিইউ রেডিও’র সহ-প্রতিষ্ঠাতা মোঃ ফাহিম এবং সাবেক সভাপতি হাফসা মালিহার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

১৭ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি তামিমা হোসেইন তমা, মুয়াজ বিন জাহিদ, সাদিয়া সাবরিন লিয়া , যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলম সজীব, মরিয়ম ফেরদৌসী মেরি, ইশমাম বিন ইসলাম , হেড অফ প্রোগ্রাম মোহাম্মদ নাজমুল হোসেন, হেড অফ মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স মোহাম্মদ ইয়াদুল আমিন, অ্যাসিস্ট্যান্ট হেড অফ মিডিয়া এন্ড রিলেশনস নুসরাত জাহান, হেড অফ ইভেন্ট ম্যানেজমেন্ট এন্ড লজিস্টিকস ফাহিম রহমান, অ্যাসিস্ট্যান্ট হেড অফ ইভেন্ট ম্যানেজমেন্ট এন্ড লজিস্টিকস মোহাম্মদ ওয়াশিম আকরাম, হেড অফ ব্রডকাস্টিং মোঃ সম্রাট খান, অ্যাসিস্ট্যান্ট হেড অফ ব্রডকাস্টিং মোজাম্মেল হোসেন, অফিস সেক্রেটারী আফসানা, ট্রেজারার হিসেবে আছেন আলভী অহনা।

নবনির্বাচিত সভাপতি মোঃ সাকিব মাহমুদ বলেন, বিইউ রেডিও জন্মলগ্ন থেকেই শিক্ষার্থীদের সফট স্কিল ডেভেলপমেন্টে কাজ করে যাচ্ছে, যা খুবই ইতিবাচক। যেহেতু, আমাকে আমাদের টিম মেম্বাররা বিপুল ভোটে জয় যুক্ত করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আশাকরি, তাদের সাথে নিয়ে বিইউ রেডিওতে নতুন মাত্রা যুক্ত করতে পারবো।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ সাইফুল্লাহ আল তাহেরী বলেন, বিইউ রেডিওর একটি অংশ হয়ে কাজ করতে পারা আমার জন্য গর্বের বিষয়। এটি আমার জন্য একটি দায়িত্বশীল পদ এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব সংগঠনের কার্যক্রমকে আরও কার্যকর এবং সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে। এই দায়িত্ব পালন করতে গিয়ে আমি সর্বদা টিম ওয়ার্কের গুরুত্বকে অগ্রাধিকার দেব। আপনারা সবাই আমার পাশে থাকলে আমাদের লক্ষ্য অর্জন সহজ হবে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com