আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:২০ অপরাহ্ন
তানজিদ শাহ জালাল ইমন ,ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একমাত্র রেডিও স্টেশন ও সংগঠন বিইউ রেডিও’র নতুন এক্সিকিউটিভ কমিটি (২০২৪-২৫) ঘোষণা করা হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোঃ সাকিব মাহমুদ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোঃ সাইফুল্লাহ আল তাহেরী।
বৃহস্পতিবার (১৯ শে ডিসেম্বর) সকাল ১০ টায় বিইউ রেডিও’র সহ-প্রতিষ্ঠাতা মোঃ ফাহিম এবং সাবেক সভাপতি হাফসা মালিহার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
১৭ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি তামিমা হোসেইন তমা, মুয়াজ বিন জাহিদ, সাদিয়া সাবরিন লিয়া , যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলম সজীব, মরিয়ম ফেরদৌসী মেরি, ইশমাম বিন ইসলাম , হেড অফ প্রোগ্রাম মোহাম্মদ নাজমুল হোসেন, হেড অফ মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স মোহাম্মদ ইয়াদুল আমিন, অ্যাসিস্ট্যান্ট হেড অফ মিডিয়া এন্ড রিলেশনস নুসরাত জাহান, হেড অফ ইভেন্ট ম্যানেজমেন্ট এন্ড লজিস্টিকস ফাহিম রহমান, অ্যাসিস্ট্যান্ট হেড অফ ইভেন্ট ম্যানেজমেন্ট এন্ড লজিস্টিকস মোহাম্মদ ওয়াশিম আকরাম, হেড অফ ব্রডকাস্টিং মোঃ সম্রাট খান, অ্যাসিস্ট্যান্ট হেড অফ ব্রডকাস্টিং মোজাম্মেল হোসেন, অফিস সেক্রেটারী আফসানা, ট্রেজারার হিসেবে আছেন আলভী অহনা।
নবনির্বাচিত সভাপতি মোঃ সাকিব মাহমুদ বলেন, বিইউ রেডিও জন্মলগ্ন থেকেই শিক্ষার্থীদের সফট স্কিল ডেভেলপমেন্টে কাজ করে যাচ্ছে, যা খুবই ইতিবাচক। যেহেতু, আমাকে আমাদের টিম মেম্বাররা বিপুল ভোটে জয় যুক্ত করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আশাকরি, তাদের সাথে নিয়ে বিইউ রেডিওতে নতুন মাত্রা যুক্ত করতে পারবো।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ সাইফুল্লাহ আল তাহেরী বলেন, বিইউ রেডিওর একটি অংশ হয়ে কাজ করতে পারা আমার জন্য গর্বের বিষয়। এটি আমার জন্য একটি দায়িত্বশীল পদ এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব সংগঠনের কার্যক্রমকে আরও কার্যকর এবং সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে। এই দায়িত্ব পালন করতে গিয়ে আমি সর্বদা টিম ওয়ার্কের গুরুত্বকে অগ্রাধিকার দেব। আপনারা সবাই আমার পাশে থাকলে আমাদের লক্ষ্য অর্জন সহজ হবে।