আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:২৯ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি :-
“সেবার ব্রতে চাকরি”
এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুর জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা যাচাই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সেপ্টেম্বর-২০২৪ খ্রি. এর দ্বিতীয় দিনে শারীরিক সক্ষমতা যাচাইয়ের ১ম ইভেন্ট (২০০ মিটার দৌড়), ২য় ইভেন্ট (পুশ আপ), ৩য় ইভেন্ট (লং-জাম্প) এবং ৪র্থ ইভেন্ট (হাই-জাম্প)-এ বিভিন্ন কোটা ভিত্তিতে পুরুষ/নারী যোগ্য প্রার্থীদের বাছাই করা হয়।
দ্বিতীয় দিন শেষে নিয়োগ বোর্ডের সভাপতি পিরোজপুর জেলার পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের মহোদয় শারীরিক সক্ষমতা যাচাইয়ে উত্তীর্ণ পরীক্ষার্থীদের অভিনন্দন জানান।
এ সময় পুলিশ হেডকেয়ার্টার্স কর্তৃক মনোনীত নিয়োগ বোর্ডের সদস্যসহ পিরোজপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।