আজ শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন

Logo
পিরোজপুরের ইন্দুরকানীতে মাদ্রাসা ছাত্রীকে অপহরণের অভিযোগ 

পিরোজপুরের ইন্দুরকানীতে মাদ্রাসা ছাত্রীকে অপহরণের অভিযোগ 

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের ইন্দুরকানীতে তামান্না আক্তার (১১) নামে ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসার ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। তামান্না আক্তার ঘোষেরহাট বি. জি.এস মাহিলা দাখিল মাদরাসায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তিনি ইন্দুরকানি উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের ইসাহাক তালুকদারের মেয়ে।

অপহৃত ছাত্রীর মা হাজেরা বেগম ও স্থানীয়রা জানান, তামান্না আক্তার ঘোষেরহাট বি. জি.এস মাহিলা দাখিল মাদরাসায় ষষ্ঠ শ্রেণিতে পড়ে। মাদরাসায় আসা-যাওয়ার পথে দক্ষিণ ভবানীপুর গ্রামের দুলাল গাজীর ছেলে রিদয় গাজী (২৬) তাকে উত্ত্যক্ত করত। এ নিয়ে রিদয়ের বাবা-মায়ের কাছে এক মাস আগে অভিযোগ দেওয়া হয়। এরপরও সে তামান্নাকে বিরক্ত করতে থাকে। পরে গত সোমবার তামান্না মাদরাসায় যাওয়ার পথে রিদয়সহ কয়েকজন যুবক রাস্তা থেকে তাকে তুলে নিয়ে যায়। তারপরে রিদয় মেয়েকে ফেরত দেওয়ার কথা বলে মোবাইলে দুইলাখ টাকা চাঁদা দাবি করে। থানায় অভিযোগ করেও চারদিন ধরে মাদ্রাসা শিক্ষার্থী তামান্নাকে উদ্ধার করা সম্ভব হয়নি।  

মাদ্রাসার সুপার শাহ-আলম জানান, মাদ্রাসায় আসার পথে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অপহরণের ঘটনায় অভিযুক্ত ছেলের বাড়িতে গিয়েছিলাম। কিন্তু বাড়িতে তাঁদের কাউকে খোঁজ পাওয়া যায়নি। পরে শিক্ষার্থীর স্বজনদের আইনগত পদক্ষেপ নিতে বলেছি।

ইন্দুরকানী থানার ওসি মারুফ হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগে ছেলের বাবাকে থানায় আনা হয়েছিল। পরে মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করা স্বার্থে তাকে ছেড়ে হয়। পুলিশ ওই ছাত্রীকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com