আজ শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন
খন্দকার নিরব, ভোলাঃ
ভোলার তজুমদ্দিনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপি’র প্রতিনিধি হিসেবে ও প্রেসক্লাব যুগ্ম আহ্বায়ক সাইদুল হক মুরাদ,
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. মোঃ আব্দুর রব, খেলাফত মজলিসের আমির মাও. মোঃ আব্দুর রাজ্জাক, ইসলামী আন্দোলনের আমির মাও. মোঃ হারুন, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম রেজা, তজুমদ্দিন সরকারি কলেজের অধ্যক্ষ প্রতাপ কুমার, ফজিলাতুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর, প্রেসক্লাব যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন লিটন প্রমুখ।
এছাড়াও, তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম সাদী, সাধারণ সম্পাদক এমএ হালিম, সাংগঠনিক সম্পাদক খন্দকার নিরব সহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা উপজেলায় বিভিন্ন অপরাধ চিত্রের সার্বিক বিষয়ে আলোচনার পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে আইন-শৃঙ্খলা কমিটির সদস্যসহ সকলের একান্ত সহযোগিতা কামনা করেন।