আজ শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন

Logo
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ববি ছাত্রদলের দোয়া মোনাজাত

খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ববি ছাত্রদলের দোয়া মোনাজাত

ববি প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ও ছেলেদের দুই হলের মসজিদে এ দোয়া আয়োজন করা হয়। এতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য নিরাপদে লন্ডন যাত্রা এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করে মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে ছাত্রদল নেতা গোলাম রাব্বানী জানান, দখলদার, স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার পতনের মধ্য দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশের নব যাত্রা শুরু হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে গণতন্ত্রের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। লন্ডনে সু চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে আমরা আল্লাহর কাছে এই দোয়া করি।

মুজাহিদুর রহমান জানান,গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সু-স্বাস্থ কামনা করে দোয়া মাহফিল করেছি, আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিবেন। আমরা শহীদ জিয়ার আদর্শ ও বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় সামনের পথ অতিক্রম করব।

ববি ছাত্রদলের সাবেক সদস্য মিনহাজ সাগর জানান, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি।তিনি প্রথম নারী প্রধানমন্ত্রী ও সর্বাধিক জনপ্রিয় নারী নেত্রী,তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন সেই জন্যই এই দোয়া ও মিলাদ মাহফিল এবং সেই সাথে কামনা করি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পূর্ণ সুস্থ হয়ে ৩১ দফার মাধ্যমে দেশ পরিচালনা করবেন।

এছাড়া দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও নেতাকর্মীরা উদ্বেগ প্রকাশ করেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানান।

উল্লেখ্য, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ এবং তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাঁর সুস্থতার জন্য দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো দোয়া ও কর্মসূচি পালন করছে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com