আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন
গাজী তাহের লিটন, বোরহানউদ্দিন প্রতিনিধি :
ভোলার বোরহানউদ্দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কৃষক সমাবেশ অনুষ্ঠিত। রবিবার (১৫ ডিসেম্বর ) সকাল ১০:৩০ মিনেটর সময় বোরহানউদ্দিন উওর বাসস্ট্যান্ডে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী কৃষকদলের বোরহানউদ্দিন উপজেলা শাখার সভাপতি ইউছুফ আলম চৌধুরীর সভাপতিত্বে, কৃষকদলের সাধারণ সম্পাদক ইদ্রিস হাওলাদারের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা,
প্রধান অতিথির বক্তব্যে মাফরুজা সুলতানা বলেন, ৭৫ এর পরবর্তী সময়ে জিয়াউর রহমান দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষক দলের সৃষ্টি করেছেন, কৃষক দলের মাধ্যমে দেশের গরীব কৃষকের অধিকার রক্ষায় কাজ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু,বিশেষ বক্তা ছিলেন ভোলা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল হাসানত তসলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার আলম খান, উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড.কাজী আজম,উপজেলা যুগ্ম আহ্বায়ক মন্জুরুল আলম ফিরোজ কাজী, শহীদুল আলম নাছিম কাজী,হুমায়ুন কবির সেলিম, আরোও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন বাচ্চু, বোরহানউদ্দিন উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব হাওলাদার, সদস্য সচিব জসিম উদ্দিন খান, যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম মিঠু, পৌর যুবদলের সদস্য সচিব আবু জাফর মূর্ধা, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি লিটন সিকদার, সাধারণ সম্পাদক আতিফ আসলাম রুবেল, উপজেলা ছাত্রদলের সভাপতি দানেশ চৌধুরী সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার, বিভিন্ন ইউনিয়ন কৃষকদলের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।