আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:২৭ পূর্বাহ্ন

Logo
News Headline :
চরভদ্রাসন উপজেলা  গাজীরটেকে গাছ কাঁটাকে কেন্দ্র করে  বিরধে গৃহবধূকে অমানবিক নির্যাতন ওশীলতাহানী তজুমদ্দিনে শিশু শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার বদলগাছীতে বিয়ে কিশোরীর ছাড়াই সন্তান প্রসব এলাকায় তোলপাড়, পরিবারের অভিযোগ ধর্ষণ। ববি ছাত্রলীগ নেতা আবিদ মাদকসহ গ্রেফতার, পাঁচ দিনের কারাদণ্ড বরিশাল প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে ববি প্রেস ক্লাবের শুভেচ্ছা ও অভিনন্দন বাজিতপুরে মামলা তুলে আনার জন্য বাদীকে হুমকির অভিযোগ বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠানকে আড়াই কোটি টাকা অনুদান :- ধর্ম মন্ত্রণালয় জোর করে নারীকে বোরকা পরাবো না: জামায়াতে আমির ব্রাহ্মণবাড়িয়ায় গর্তে পোড়ানো হচ্ছিল নারীর মাথাবিহীন মরদেহ দেয়ালে লেখা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক’
কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাইদ , সাধারণ সম্পাদক মিজানুর রহমান নির্বাচিত

কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাইদ , সাধারণ সম্পাদক মিজানুর রহমান নির্বাচিত

আব্দুল মান্নান ,কলাপাড়া প্রতিনিধি 

দেশের অন্যতম পর্যটন নগরী কুয়াকাটায় টেলিভিশনে কর্মরত সংবাদকর্মীদের সংগঠন ‘কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম’র দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ের হলরুমে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক কাজী সাঈদ। এসময় উপস্থিত সকলের সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সাঈদ (আরটিভি) ও সাধারণ সম্পাদক হয়েছেন মিজানুর রহমান (এশিয়ান টিভি)। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি হোসাইন আমির (বিজয় টিভি), সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিরাজ (নাগরিক টিভি), অর্থ সম্পাদক মনির হাওলাদার (বাংলা টিভি), দপ্তর সম্পাদক হাফিজুর রহমান আকাশ (গ্লোবাল টিভি), নির্বাহী সদস্য আনোয়ার হোসেন আনু (চ্যানেল এস), মনিরুল ইসলাম (জিটিভি), নাসির উদ্দিন বিপ্লব (একুশে টিভি), জহিরুল ইসলাম মিরন (বাংলাভিশন) ও শহিদুল ইসলাম (কলকাতা টিভি)। ১১ সদস্য বিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছরের জন্য কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম পরিচালনা করবেন।

নব-নির্বাচিত সভাপতি কাজী সাঈদ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমার উপর অর্পিত দায়িত্ব সকলের সহযোগিতায় যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। সংগঠনের সকলকে ঐক্যবদ্ধ রেখে সামনে অগ্রসর হবো। দেশের দক্ষিণ উপকূলের অবহেলিত জনপদের মানুষের কথা ইলেক্ট্রনিক মিডিয়ায় তুলে ধরতে এ সংগঠন কাজ করবে।’

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com