আজ শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১০:৫৩ পূর্বাহ্ন
ডেস্ক নিউজ :-
কুয়াকাটায় হোটেল মালিকের বাসা ডাকাতি মামলার প্রধান আসামী মোঃ জুয়েল মৃধাকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার সকালে সাতক্ষিরার তারা উপজেলা থেকে জুয়েলকে গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত জুয়েল মৃধা বরিশাল বিভাগের ডাকাত বাহিনীর প্রধান। এ বিভাগের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে মোট ২০টি ডাকাতি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত জুয়েল মৃধা পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মোঃ ইউনুস মিয়ার ছেলে।
মহিপুর থানার ওসি তদন্ত মো: নোমান হোসেন জানায়– গত ৪ আগষ্ট কুয়াকাটার আবাসিক হোটেল মালিক মোঃ রনি মিয়ার বাসায় ডাকাতি করে স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। এ ব্যপারে সিসি ক্যামেরার ফুটেজ দেখে মহিপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন রনি মিয়া। পরবর্তিতে পুলিশী তদন্তে জুয়েল মৃধাকে সনাক্ত করার পর আজ তাকে সাতক্ষিরা থেকে গ্রেপ্তার করা হয়।