আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:৩২ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, আওয়ামীলীগ একটি লুট পাটের দল। দেশ শাসনের নামে লুটপাট করা তাদের রাজনৈতিক চরিত্র। এরা দেশের মানুষের কল্যাণ চায় না। যেকারণে দেশ স্বাধীনের পর দেশের অর্থনৈতিক অবস্থা চরম বিপর্যস্ত থাকা সত্ত্বেও শেখ পরিবারের সদস্যরা বিলাসী জীবন যাপন করতো। ধুমধাম করে শেখ পরিবারের ছেলেকে বিয়ে দিয়েছিল। শেখ পরিবারের লোকজন দেশের ব্যাংক ডাকাতি ও সকল ব্যবসা নিয়ন্ত্রন করেছেন।
তারা কোটি কোটি টাকা লুটপাট করেছে। গত ১৬ বছরে শেখ হাসিনা ও তার পরিবারের লোকজন দেশটিকে লুটপাট করে নি:স্ব করে দিয়েছে। দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিনত হয়েছে। তাদের এই লুটপাট অব্যাহত রাখতে দেশের শাসন ক্ষমতায় টিকিয়ে রাখতে বিরোধী মতাদর্শের উপর চালিয়েছে নানা ধরনের অত্যাচার ও নির্যাতন। আর এ নির্যাতন থেকে রক্ষা পেতে এদেশের মানুষ একটি ৫ আগস্টের বিপ্লবের মাধ্যমে তাদের দেশ থেকে তাড়িয়ে দেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা বিএনপির উদ্যাগে বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য কালে তিনি এ কথা বলেন। নাজিরপুর সদর বাজার রোডে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. রফিকুল ইসলাম ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচীব আবু হাসান খান, উপজেলা ছাত্রদলের আহবায়ক এইচ এম শামীম হাওলাদার, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক মো. মিজানর রহমান রিপন প্রমুখ। এ সময় তিনি আরও বলেন, ৫ আগস্টে অর্জিত দেশের দ্বিতীয় স্বাধীনতাকে বিপন্ন করতে আওয়ামীলীগ বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে। দেশপ্রেমিক জনতাকে সকল ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে রখে দাঁড়াতে হবে। আর তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।