আজ রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার পৃথক অভিযানে ৭ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের মোট ১০,০০০/-টাকাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) রাতে সদর থানার বাঁশবাড়িয়া, শিকদার মল্লিক ইউনিয়ন ও পৌর শহরের মুক্তারকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক ও মাদক উদ্ধার করা হয়।
অভিযানে আটককৃতরা হলো শংকরপাশা ইউনিয়নের বাশবাড়ীয়া গ্রামের মৃত নুর মোহাম্মদের স্ত্রী মোসা. গুলবানু (৫৫), ছেলে মো. রাজিব খান(৩৫), কালিকাঠী গ্রামের শাহজাহান খানের ছেলে রবিউল ইসলাম (২২), গনকপাড়া এলাকার মো. আল আমিন এর স্ত্রী মোসা. নাজমা আক্তার (২৫), মুক্তারকাঠী গ্রামের মোক্তার মোল্লার ছেলে আলমগীর মোল্লা(৪৪)।
পুলিশ জানায়, আটককৃতদের তিনটি পৃথক মাদক নিয়ন্ত্রন আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
সদর থানার ওসি মো. আব্দুস সোবহান জানান, বৃহস্পাতবার রাত সাড়ে আটটার দিকে শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়ার ৬ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা, ৩০০ পিচ ইয়াবা ও মাদক বিক্রয়ের ১০,০০০ টাকা সহ মোসা. গুলবানু, তার ছেলে মো. রাজিব খাঁন (৩৫) এবং মো. রবিউল ইসলাম (২২) কে আটক করা হয়।
অপরদিকে সদর থানার এসআই মুজাম্মেল হোসেনের নেতৃত্বে পৃথক অভিযানে শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে শিকদার মল্লিক ইউনিয়নের জনৈক আল আমিনের বসতঘরে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারী মোসা. নাজমা আক্তারকে আটক করা হয়।
এছাড়া পিরোজপুর ডিবির এসআই নুরুল আমিনের নেতৃত্বে আরেকটি অভিযানে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোর দিকে পৌরসভার ১ নং ওয়ার্ড মুক্তারকাঠিতে আলমগীর মোল্লা এর বসতবাড়ি থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
পিরোজপুর জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের জানান, আটককৃতদের নামে পিরোজপুর সদর থানায় ৩ টি মামলা রুজু হয়েছে। পিরোজপুর জেলাকে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত করতে জেলা পুলিশের এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।