আজ শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন
তাজ মাহমুদ, লংগদু (রাঙ্গামটি)
১৪ মার্চ, ২০২৫ ইং শুক্রবার জুমার নামাজের পর রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন লংগদু উপজেলার স্থানীয় বাইট্টাপাড়াতে নির্মিতব্য ওয়ামি (ওয়ার্ল্ড এসেম্বলি অব মুসলিম ইয়ুথ) মসজিদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন।
ভিত্তিপ্রস্তর উদবোধন পুর্ব এক আলোচনা সভা মসজিদ কমিটির সভাপতি মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে ও ওয়ামী লংগদু উপজেলা প্রতিনিধি আব্দুল জব্বারের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামীক সেন্টার, রাঙ্গামটির চেয়ারম্যান এডভোকেট মোঃ মোখতার আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ামী বাংলাদেশ কান্ট্রিডিরেক্টর এর প্রতিনিধি ও রাঙ্গামাটি জেলা প্রতিনিধি এবং ইসলামীক সেন্টারের নির্বাহী সদস্য এডভোকেট মোঃ হারুনুর রশিদ। বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন।
এছাড়াও উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, সেক্রেটারি মোঃ নুরুল করিম, এসিসট্যান্ট সেক্রেটারি তাজ মাহমুদ, শিহাব উদ্দীন, বায়তুল মাল সম্পাদক ওছমান গণি, খ ম মতিউর রহমান, মোঃ মঞ্জুরুল হক, রাবেতা প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ সাইফুল ইসলাম, মসজিদের ইমাম মাওলানা মোঃ আব্দুল জলিল প্রমুখ।
প্রধান অতিথি রাঙ্গামাটি ইসলামীক সেন্টারের চেয়ারম্যান এডভোকেট মোখতার আহম্মেদ বলেছেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সবচেয়ে নাজুক। বিশেষ করে ইসলামী শিক্ষার দিক থেকে অনেকাংশে সুবিধা বঞ্চিত। অন্যতম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ডে, ইসলামী শিক্ষার মানোন্নয়নে ওয়ামী গুরুত্বপূর্ণ অবদান রাখছে। লংগদুতেও ওয়ামী বিভিন্ন স্থানে মসজিদ করেছে। বাইট্টাপাড়াতেও কমপ্লেক্স হবে ইনশাআল্লাহ। এখানে ভবিষ্যতে ইয়াতিমখানা, স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠিত করা হবে।
বক্তব্যের পর্ব শেষে নির্মিতব্য ওয়ামী মসজিদ কমপ্লেক্স ভবনের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাঙ্গামাটি ইসলামীক সেন্টারের চেয়ারম্যান এডভোকেট মোঃ মোখতার আহম্মেদ।
আয়োজকরা জানান, উদ্বোধন হওয়া ওয়ামি কমপ্লেক্স ভবনে রয়েছে দ্বিতল বিশিষ্ট সুপরিসর মসজিদ, মাদ্রাসা ও ইমামের বাসভবন। সাথে বেশ কিছু প্রকল্প সময়ের ব্যবধানে প্রতিষ্ঠা করা হবে।