আজ রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে ফরিদপুরের বোয়ালমারীতে স্থানীয় প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে গোল্ডেন লাইন পরিবহনকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বোয়ালমারী পুরনো বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে অবস্থিত গোল্ডেন লাইনের কাউন্টারে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী অভিযান পরিচালনা করেন।এক যাত্রীর অভিযোগের আলোকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরীর ভ্রাম্যমাণ আদালতে নির্ধারিত ভাড়া ৫০০ টাকার স্থলে ১০০ টাকা বেশি ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত বোয়ালমারীস্থ গোল্ডেন লাইন কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
সরেজমিনে দেখা যায়, গোল্ডেন লাইন বাসে নির্দিষ্ট ভাড়া ৫০০ টাকার স্থলে টিকিট প্রতি ১০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। ঈদ উপলক্ষে বোয়ালমারী থেকে বাস যাত্রী বোঝাই গেলেও ঢাকা থেকে ফিরতি গাড়িতে যাত্রী থাকে না- এই অজুহাতে ভাড়া বাড়িয়ে নেওয়া হচ্ছিল।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী জানান, গোল্ডেন লাইন বাস কর্তৃপক্ষ যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশি নেওয়ায় এবং ভাড়ার তালিকা টানানো না থাকার কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।