আজ বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন
ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের আয়োজনে পবিত্র মাহে রমজানের অনুপ্রেরণায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ই রমজান (৯ মার্চ ২০২৫) বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের কক্ষে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন।উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী, ভারপ্রাপ্ত প্রক্টর, সহযোগী অধ্যাপক সোনিয়া খান সনি এবং মানবিক অনুষদের ডিন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ তানভীর কায়ছার এবং ইতিহাস বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. আবদুল বাতেন চৌধুরী।
এতে ইতিহাস বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দোয়া ও ইফতার মাহফিলের সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী উম্মে আক্তার উর্মি। ইফতারের পূর্বে এক বিশেষ মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
বিভাগের শিক্ষার্থীরা জানান, এমন আয়োজন ইতিহাস বিভাগের ঐক্য ও পারস্পরিক সম্প্রীতির বহিঃপ্রকাশ হিসেবে প্রশংসিত হয়েছে। ভবিষ্যতে ও এমন আয়োজনের দাবি রাখেন তারা।