আজ শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন
মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি):
নওগাঁয় ১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোস্তফা সরদার (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে জেলার সদর উপজেলার হরিরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোস্তফা সরদার উপজেলার বক্তারপুর ইউনিয়নের পাহারপুর গ্রামের মৃত মেছের আলী সরদারের ছেলে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে সদর মডেল থানা চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) গাজিউর রহমান।
তিনি জানান, অভিযান চলাকালীন পুলিশের উপস্থিতি টের পেয়ে অবৈধ নেশাদ্রব্য ট্যাপেন্টাডল পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায় আরেক আসামী। ওই সময়ে ৩ লক্ষ টাকা মূল্যের ১ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী মোস্তফা সরদারকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। এসব ট্যাপেন্টাডল পরিবহন এবং বিক্রয়ে জড়িত মূল হোতাদের সনাক্ত করতে কাজ করছে পুলিশ। আশা করছি এই চক্রে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা যাবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকীসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, গ্রেপ্তারকৃত ওই মাদক ব্যবসায়ীকে বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামীকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।