আজ রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন

Logo
News Headline :
বনিক সমিতির ক‌মি‌টি গঠনে অনিয়মের  প্রতিবাদে ব‌্যবস‌ায়ী‌দের মানববন্ধন পিরোজপুরে ভূয়া পুলিশ আটক  ভূরুঙ্গামারীতে আল-হেরা ইসলামী একাডেমির বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ২৫ কুড়িগ্রাম-১ আসনের জামায়াতের প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম  পিরোজপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দুটি ঘর পুড়ে ছাই, ১৫ লক্ষ টাকার ক্ষতি ভূরুঙ্গামারীতে সেতুর পাটাতন ভেঙে আটকে গেছে ট্রাক, যান চলাচল বন্ধ মাতৃভাষা দিবসের ছুটিতে লক্ষাধিক পর্যটকের ভিরে কুয়াকাটা। নওগাঁ ব্লাড সার্কেলের সভাপতি নাহিদ, সম্পাদক রিজভী নির্বাচিত খেলা আবার নতুন করে শুরু হতে পারে, প্রস্তুত থাকুন : জয়নুল আবেদীন ভাষার জন্য রক্ত দেওয়ার অহংকার
তজুমদ্দিনে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।।

তজুমদ্দিনে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।।

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:0facing:0; hw-remosaic: 0; touch: (0.8552084, 0.8552084); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 34.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

খন্দকার নিরব, ভোলাঃ

মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভোলার তজুমদ্দিন উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি।

প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর একে একে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক ও সামাজিক সংগঠন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ নানা শ্রেণি-পেশার মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। দিবসটির তাৎপর্য তুলে ধরতে প্রভাত ফেরির আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পরে সকাল ৮টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় মহান ভাষা আন্দোলনের ইতিহাস ও মাতৃভাষার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (0.13437498, 0.13437498); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 63.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

এবং ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে সকাল ১০টায় কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিযোগিতা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com