আজ সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন
খুবি প্রতিনিধি,মারুফ আহম্মেদ
খুলনা বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষণা করা হয় শনিবার সন্ধ্যা ৬ টার সময়।এই কমিটির সভাপতি ইকরামুল হক এবং সহ সভাপতি মুশফিকুর রহমান মুন। এই সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাহফুজুর রহমান।
সভাপতি একরামুল হক বলেন, “আমাদের ফোরামের উদ্দেশ্য হলো তরুণ কলাম লেখকদের মধ্যে সৃজনশীলতা ও লেখালেখির সংস্কৃতি বিকাশ করা এবং তাদের লেখার মাধ্যমে সামাজিক ও রাষ্ট্রীয় ইস্যুগুলোতে সচেতনতা বৃদ্ধি করা। নতুন কমিটি শিক্ষার্থীদের মধ্যে লেখালেখির আগ্রহ বৃদ্ধি, কর্মশালা ও সেমিনারের আয়োজন, এবং লেখকদের মধ্যে নেটওয়ার্কিং সুবিধা তৈরি করার লক্ষ্যে কাজ করবে। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সংগঠনের সাথে যুক্ত হয়ে তাদের মেধা ও প্রতিভা বিকাশের আহ্বান জানান”।
বাংলাদেশের ১৯টি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের শাখা রয়েছে।বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের গঠনতন্ত্র অনুযায়ী ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরামের যাত্রা শুরু হয়।