আজ বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন
খুবি প্রতিনিধি :
খুলনা বিশ্ববিদ্যালয়ের খান বাহাদুর আহ্ছানউল্লা হলের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ মার্চ (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের গেস্ট রুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, রেজিস্টার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো: নাজমুস সাদাত, খানবাহাদুর আহছানউল্লাহ হলের প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান ও সহকারী প্রভোস্ট আবুল বাশারসহ অন্যান্য শিক্ষকগণ।
এর আগে, বিকালে স্বাধীনতা দিবস ও রমজান উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের খান বাহাদুর আহ্ছানউল্লা হলের প্রায় এক হাজার একশত শিক্ষার্থীদের ইফতার ও প্রীতিভোজের আয়োজন করা হয়।