আজ রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:১৯ পূর্বাহ্ন
মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
“তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৭ম জাতীয় ভোটার দিবস-২০২৫ পালিত হয়েছে ।
রোববার (২ মার্চ) সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মালম খাঁ ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম, কুলিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলুল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো ফারুকুল ইসলাম ফারুক,
ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন, উপজেলা ইমাম উলামা পরিষদের সভাপতি মুফতি ওবায়দুল্লাহ আনোয়ার, কুলিয়ারচর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আব্দুল কাইয়ুম খান,বেতিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হক, উদয়ন কিন্ডারগার্টেন এন্ড স্কুলের প্রধান শিক্ষক সলিল কান্তি রায়, সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম, আলি হায়দার শাহিন, ফারজানা আক্তার, উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর রঞ্জিত দাস, ডাটা এন্ট্রি অপারেটর মিজানুর রহমান, স্ক্যানিং অপারেটর ওমর ফারুক, নৈশ প্রহরী সায়েম মিয়া, অফিস সহায়ক নবী নওয়াজ প্রমূখ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।