আজ রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৬:১৫ অপরাহ্ন
খেলা ডেস্ক :-
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে ৬৩ রানে জিতেছিল শ্রীলঙ্কা। দ্বিতীয়টিতে তিন সেঞ্চুরিতে কিউইদের সামনে প্রথম ইনিংসে রানের পাহাড় দাঁড় করিয়েছে লঙ্কান দল। ছয় শতাধিক রান সামনে রেখে নেমে দ্রুত টপঅর্ডারের দুই ব্যাটার হারিয়ে ধুঁকছে নিউজিল্যান্ড।
গলে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ১৬৩.৪ ওভার ব্যাট করে ৫ উইকেটে ৬০২ রান তুলে ইনিংস ছেড়েছে ধনঞ্জয়া ডি সিলভার দল। নিজেদের প্রথম ইনিংসে নেমে দ্বিতীয় দিন শেষে ১৪ ওভার ব্যাট করে ২ উইকেটে ২২ রান তুলেছে নিউজিল্যান্ড। ৫৮০ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করবে তারা। কেন উইলিয়ামসন ও এজাজ প্যাটেল ক্রিজে আছেন।
কিউইদের ব্যাটে পাঠিয়ে প্রথম ওভারে উইকেট তুলে নেন আসিথা ফের্নান্দো। ওভারের পঞ্চম বলে পাথুম নিশাঙ্কার ক্যাচ বানান টম ল্যাথামকে। ৫ বলে ২ রান করেন কিউই ওপেনার। নবম ওভারের দ্বিতীয় বলে ১৯ রানে দ্বিতীয় উইকেট হারায় নিউজিল্যান্ড। ২১ বলে ৯ রান করা ডেভন কনওয়েকে ফেরান প্রবাথ জয়সুরিয়া। পরে এজাজ প্যাটেলকে নিয়ে দিন শেষ করেন উইলিয়ামসন।
এর আগে প্রথমদিন ৩ উইকেটে ৩০৬ রান তোলে শ্রীলঙ্কা। সেঞ্চুরি করেন দিনেশ চান্দিমাল। ২০৮ বলে ১১৬ রান করে ফিরে যান। পরে অ্যাঞ্জেলো ম্যাথুজ ও কামিন্দু মেন্ডিস দিন শেষ করেন।
দ্বিতীয় দিনের শুরুতে ম্যাথুজ ফিরে যান। ১৮৫ বলে ৮৮ রান করে। অধিনায়ক ডি সিলভা ৪৪ রান করে আউট হন। পরে কুশল মেন্ডিসকে নিয়ে রানের পাহাড় গড়েন কামিন্দু। দুই মেন্ডিসের দুইশ রানের অবিচ্ছিন্ন জুটিতে বড় সংগ্রহ পায় লঙ্কান দল। সেঞ্চুরি পেয়েছেন দুজনেই।
ক্যারিয়ারে অষ্টম টেস্টে ১৩তম ইনিংসে পঞ্চম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন কামিন্দু, ১৮২ রানে অপরাজিত থাকেন। সঙ্গে সাদা পোশাকের ক্রিকেটে হাজার রানও পূর্ণ করেন। দুটি কীর্তিতে স্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গে নিজের নাম বসান। অস্ট্রেলিয়ান কিংবদন্তি ১৩তম ইনিংসে হাজার রান পূর্ণ ও পঞ্চম সেঞ্চুরি করেছিলেন। কুশল মেন্ডিস ১৪৯ বলে ১০৬ রানে অপরাজিত থাকেন।
কিউইদের হয়ে গ্লেন ফিলিপস তিনটি এবং টিম সাউদি একটি উইকেট নেন।