আজ মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন

Logo
News Headline :
আজ জীবন জীবনের জন্য ফাউন্ডেশন, মুন্সিগঞ্জ এর উদ্যোগে  ছাত্র-ছাত্রীদের মাঝে  শিক্ষা সামগ্রী বিতরন করা এবং দোয়ার আয়োজন করা হয়। তামিমের অপরাজিত ৮৬, বরিশালের সহজ জয় পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বরগুনায় স্বামী সিগারেট ছাড়তে না পারায় , স্ত্রীর আত্মহত্যা ৭ মার্চের ভাষণ স্বাধীনতার ঘোষণা নয় : মান্না বদলগাছীতে গভীর নলকূপের অপারেটর নিয়োগে অনিয়মের অভিযোগ। ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত  ফরিদপুরে মধুখালী  ডুমাইন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আহত ঘটনায় গ্রেফতার-১পুলিশরসুপার   কম্বল বিতরণ করলেন যুক্তরাষ্ট্র প্রবাসী লুকমান তরফদার মৌলভীবাজার প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত 
মাহমুদউল্লাহকে ‘ম্যাজিক ম্যান’ বললেন ফাহিম

মাহমুদউল্লাহকে ‘ম্যাজিক ম্যান’ বললেন ফাহিম

খেলা ডেস্ক :-

বিপিএলের উদ্বোধনী ম্যাচে দাপুটে এক জয় পেয়েছে ফরচুন বরিশাল। দুর্বার রাজশাহীর দেওয়া ১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১ বল আগেই ৪ উইকেটের জয় পেয়েছে দলটি। রান তাড়া করতে নেমে ১১২ রানে ৬ উইকেট হারায় বরিশাল। ম্যাচ জিততে ৪৬ বলে দরকার ছিল ৮৬ রান।

সেই কঠিন সমীকরণকে সহজ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও পাকিস্তানের ব্যাটার ফাহিম আশরাফ। যেখানে ফাহিমের সংগ্রহ ২১ বলে ৫৪ আর মাহমুদউল্লাহর ২৬ বলে ৫৬। 

তবে শুরুতে ব্যাট করতে ধুঁকছিল ফাহিম। পরে হঠাৎ কেমন করে এতোটা বদলে গেলেন তিনি। ক্ষুরধার ব্যাটিংয়ে ৭ ছক্কায় জেতালেন দলকে। ম্যাচ শেষে তাই জানিয়েছেন ফাহিম। যেখানে ম্যাজিক ম্যান হিসেবে মাহমুদউল্লাহ বন্দনা ছিল তার কণ্ঠে।

উইকেটে মাহমুদউল্লাহর সঙ্গে ঠিক কি কথা হয়েছিল তা জানতে চাইলে ফাহিম আশরাফ বলেন, ”মাহমুদ ভাই জাদুর মতো। প্রথম ৬-৭ বলে আমি মাত্র ১ রান করলাম। আমি উনাকে জিজ্ঞেস করলাম, ‘কী হয়েছে?’ তিনি আমাকে বললেন, ‘তুমি কেবল টিকে থাকো।’ এরকম অভিজ্ঞ খেলোয়াড় থাকলে ব্যাপারটা ভালো। অনুপ্রেরণা পাওয়া যায়। চাপ সামাল দেওয়া যায়। সব কাজ অনেক সহজ হয়ে যায়।”

ব্যাটিংয়ের সময় পরিকল্পনা নিয়ে ফাহিম বলেন, ‘পরিকল্পনা সাধারণ ছিল। শুরুতে আমরা ভেবেছি পিএসএল, বিপিএল বা যেকোনো টি-টোয়েন্টি ম্যাচে যেকোনো কিছুই ঘটতে পারে। ফলে আমাদের পরিকল্পনা সহজ ছিল। ফলে আমরা সেরকম বড় কিছু চিন্তা না করে ২ ওভার করে ভালো করার চেষ্টা করেছি। সেভাবে এগিয়েই চেয়েছি ম্যাচ জিতে নিতে।’

উইকেট নিয়ে ফাহিম বলেন, ‘আমরা ২-৩ ওভার বল করার পর বুঝেছিলাম উইকেট ভালো। শুরুতে আমি ভেবেছিলাম হয়ত ১৫০-১৬০ রানের উইকেট হবে। তবে পরে স্লো বল হোল্ড করছিল না। ১৭০ রানের উইকেট মনে হচ্ছিল। ইয়াসির এবং এনামুল দারুণ খেলেছে পরে। দ্বিতীয় ইনিংসে উইকেট আরও ভালো হয়েছে। প্রথম ইনিংসে উইকেট নরম ছিল পরে শক্ত এবং শুকনা হয়ে গেছে।’

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com