আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৩৬ অপরাহ্ন
খেলা ডেস্ক :-
বর্ণবাদী আচরণের অভিযোগ উঠেছে বার্সেলোনা সমর্থকদের বিরুদ্ধে। প্রমাণও পেয়েছে উয়েফা। দায়ে কাতালান ক্লাবটিকে শাস্তি দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে বার্সা সমর্থকদের এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
গত ১৯ তারিখ চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর বিপক্ষে ২-১ গোলে হেরে যায় বার্সেলোনা। ম্যাচে বার্সেলোনার সমর্থকদের বর্ণবাদী আচরণ করার প্রমাণ পাওয়ার পর শুক্রবার স্প্যানিশ ক্লাবটির বিরুদ্ধে শাস্তির ঘোষণা দেয় উয়েফা।
সমর্থকদের বর্ণবাদী আচরণের জন্য বার্সেলোনাকে ১০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের পরবর্তী অ্যাওয়ে ম্যাচে কোনো টিকিট বিক্রিতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
বিবৃতিতে শাস্তির বিষয়ে ক্লাবটি বলেছে, ‘এফসি বার্সেলোনা এই ধরনের আচরণের পেছনে যেকোনো ধরনের যুক্তিকে প্রত্যাখ্যান করে। তারা এই নিষেধাজ্ঞা মেনে চলবে এবং সেটার প্রয়োগ ঘটাবে।’
এর আগেও একই কারণে শাস্তি পেতে হয়েছিল কাতালানদের। গত এপ্রিলে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পিএসজি সমর্থকদের সঙ্গে বার্সার সমর্থকরা বর্ণবাদী আচরণ করে। পরে ২৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছিল বার্সেলোনাকে।