আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:০১ অপরাহ্ন
আওয়ার ডেইলি খেলা ডেস্ক;-
ভুটানে চলছে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ। ভারতের বিপক্ষে হার দিয়ে আসরের যাত্রা শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের সঙ্গে ড্র করেছে। এতে অনিশ্চিত হয়ে পড়েছে লাল-সবুজদের শেষ চারের পথ।
সেমিফাইনাল নিশ্চিত করতে আজ বাংলাদেশের জন্য মালদ্বীপের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না। তবে ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে রোববার ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে সুযোগ মিসের মহড়ায় এগিয়ে থেকেও ১-১ ড্র করেছে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকে আধিপত্য করে খেলে বাংলাদেশের যুবারা। তবে ফিনিশিংয়ের দুর্বলতায় আক্রমণে গিয়ে বারবার বল হারাচ্ছিল সাইফুল বারি টিটুর শিষ্যরা। অনেক চেষ্টার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই কাঙিক্ষত গোলের দেখা পায় বাংলাদেশ।বক্সের ঠিক উপর থেকে মোর্শেদের বাঁ পায়ের বাঁকানো শট গোলরক্ষককে ফাঁকি দিয়ে জড়ায় জালে। ৬৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ এসেছিল লাল সবুজের যুবাদের সামনে। তবে মোর্শেদের ক্রস থেকে অপু বল জালে জড়ানোর পর রেফারি ফাউলের বাঁশি বাজান।