আজ শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৬:৫২ অপরাহ্ন
খেলা ডেস্ক :-
সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকার মিশনে ভালো শুরু পেলেও শেষটা প্রত্যাশিত করতে পারেনি বাংলাদেশ। দুই উইকেট হারিয়ে সত্তরের বেশি রান তোলা বাংলাদেশের মেয়েরা শেষ পর্যন্ত থেমেছে ৮ উইকেটে ১০৩ রান তোলে। শেষের সাত ওভারে ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। দলের হয়ে সবচেয়ে বেশি ৩৯ রানের ইনিংস এসেছে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাট থেকে। ম্যাচ জিততে ওয়েস্ট ইন্ডিজের চাই ১০৪ রান।
টস হেরে ব্যাটিংয়ে নেমে দিলারা আক্তার ও সাথী রানী মিলে বাংলাদেশকে ভালো শুরু এনে দেয়ার আভাসই দিয়েছিলেন। প্রথম তিন ওভারে ১৮ রান তোলা বাংলাদেশ উইকেট হারায় কারিশমা রামহারাকের বিপক্ষে। কারিশমার অফ স্টাম্পের বাইরের ফুলার লেংথ ডেলিভারিতে ব্যাটে-বলে করতে পারেননি সাথী। উইকেট থেকে বেরিয়ে এসে খেলার চেষ্টায় স্টাম্পিং হয়েছেন ৯ রান করা এই ব্যাটার। আরেক ওপেনার দিলারাও ফিরেছেন পাওয়ার প্লে শেষের আগে।
দিলারাকে ফেরাতে ফাঁদ পেতে ছিলেন কারিশমা। বাংলাদেশের ওপেনারের বিপক্ষে শর্ট ফাইন লেগ এবং স্কয়ার লেগে ফিল্ডার রেখেছিলেন। এমন অবস্থায় ফাইন লেগের উপর দিয়ে খেলার চেষ্টায় বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন ১৮ বলে ১৯ রান করা দিলারা। ৩৩ রানে ২ উইকেট হারানোর পর জ্যোতি ও সোবহানা মোস্তারি মিলে জুটি গড়ার চেষ্টা করেন। তাদের দুজনের ৪০ রানের জুটি ভেঙেছেন কারিশমা।
ওয়েস্ট ইন্ডিজের স্পিনারের অফ স্টাম্পের বাইরের বলে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে স্টাম্পিং হয়েছেন সোবহানা। তিনে নামা ডানহাতি এই ব্যাটার ফিরেছেন ১৬ রানে। আফি ফ্লেচারের বিপক্ষে টানা দুই বলে সাজঘরের পথে হেঁটেছেন তাজ নেহার ও স্বর্ণা আক্তার। একপ্রান্ত আগলে রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন জ্যোতি। ভালো শুরু পেলেও শেষ পর্যন্ত ক্যামিও ইনিংস খেলতে পারেননি রিতু মনি।
বাউন্ডারি পাওয়ার আশায় উড়িয়ে মারতে গিয়ে শেনেলি হেনরির হাতে ক্যাচ দিয়েছেন ১০ রান করা এই ব্যাটার। ইনিংসের শেষ ওভারে গিয়ে ছক্কা মারতে গিয়ে সীমানায় ধরা পড়েছেন ৪৪ বলে ৩৯ রানের ইনিংসে খেলা জ্যোতি। একই ওভারে রান আউট হয়েছেন ফাহিমা। সব মিলিয়ে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৩ রানের পুঁজি পায় বাংলাদেশের মেয়েরা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাত্র ১৭ রানে ৪ উইকেট নিয়েছেন কারিশমা।