আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:১৬ অপরাহ্ন

Logo
News Headline :
পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ দাখিলের পর ঘুষের ১৯ হাজার টাকা ফেরত দিলেন এসআই সাইফুল ইসলাম চরভদ্রাসন উপজেলা  গাজীরটেকে গাছ কাঁটাকে কেন্দ্র করে  বিরধে গৃহবধূকে অমানবিক নির্যাতন ওশীলতাহানী তজুমদ্দিনে শিশু শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার বদলগাছীতে বিয়ে কিশোরীর ছাড়াই সন্তান প্রসব এলাকায় তোলপাড়, পরিবারের অভিযোগ ধর্ষণ। ববি ছাত্রলীগ নেতা আবিদ মাদকসহ গ্রেফতার, পাঁচ দিনের কারাদণ্ড বরিশাল প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে ববি প্রেস ক্লাবের শুভেচ্ছা ও অভিনন্দন বাজিতপুরে মামলা তুলে আনার জন্য বাদীকে হুমকির অভিযোগ বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠানকে আড়াই কোটি টাকা অনুদান :- ধর্ম মন্ত্রণালয় জোর করে নারীকে বোরকা পরাবো না: জামায়াতে আমির ব্রাহ্মণবাড়িয়ায় গর্তে পোড়ানো হচ্ছিল নারীর মাথাবিহীন মরদেহ
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড কে বিধস্ত করলো লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড কে বিধস্ত করলো লিভারপুল

আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক :-

ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে লিভারপুল। লুইস দিয়াজের জোড়া গোলে রেড ডেভিলদের ৩-০ গোলে হারিয়েছে আর্না স্লটের দল। লিগে টানা তৃতীয় জয় পেলো অলরেডরা। তাতে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটিকে ছুঁয়ে আন্তর্জাতিক বিরতিতে গেলো তারা।

রোববার (১ সেপ্টেম্বর) ওল্ড ট্র্যাফোর্ডে নিজেদের ঘরের মাঠে লিভারপুলকে আতিথ্য জানায় ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের শুরু থেকেই ম্যান ইউনাইটেডের ওপর দাপট দেখায় সফরকারীরা। ছন্দ খুঁজে ফেরা ইউনাইটেড ৩৫তম মিনিটে নিজেদের ভুলে ঠিকই পিছিয়ে পড়ে। মাঝমাঠে ক্যাসেমিরোর ভুলে বল ধরে ফের আক্রমণে ওঠে লিভারপুল। সতীর্থের পাস ধরে ডান দিক দিয়ে দ্রুত এগিয়ে দূরের পোস্টে ক্রস বাড়ান সালাহ, আর দারুণ হেডে গোলটি করেন দিয়াজ।

ম্যাচের ৪২তম মিনিটে ক্যাসেমিরো আবারও ভুল করে বসেন। এবারও দিয়াজ সেই সুযোগ নিয়ে লিভারপুলের ব্যবধান বাড়াতে অবদান রাখেন। ম্যান ইউনাইটেডের ডিফেন্সিভ মিডফিল্ডার বলের দখল হারান, আবারও সালাহর বাড়িয়ে দেয়া বলে কলম্বিয়ান তারকা জালে বল জড়ান। ২-০ গলের লিড নিয়ে বিরতিতে যায় আর্না স্লটের শিষ্যরা।

দ্বিতীয়ার্ধের ৫২তম মিনিটে লক্ষ্যে দ্বিতীয় শট রাখতে পারে ইউনাইটেড। এবার ডাচ স্ট্রাইকার ইয়োশুয়া জির্কজির কোনাকুনি শট ঝাঁপিয়ে রুখে দেন আলিসন। চার মিনিট পরই ব্যবধান বাড়িয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন ফরওয়ার্ড মোহামদ সালাহ। দমিনিক সোবোসলাইয়ের পাস বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় জোরালো শটে গোলটি করেন তিনি। ইউনাইটেডের ঘরের মাঠে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচে সালাহর গোল ১০টি।

বাকি সময়ে আর উল্লেখযোগ্য কিছু করতে পারেনি ইউনাইটেড। ম্যাচ শেষের আগেভাগেই দলটির কিছু সমর্থককে হতাশ হয়ে স্টেডিয়াম ছাড়তে দেখা যায়। ১৯৭৫ সালে নভেম্বরে বব পেইসলির পর প্রথম লিভারপুল কোচ হিসেবে ম্যান ইউনাইটেডের সঙ্গে প্রথম দেখাতেই জিতলেন তিনি। আর ১৯৩৬ সালের নভেম্বরে জর্জ কের পর প্রথম লিভারপুল কোচ হিসেবে ওল্ড ট্র্যাফোর্ডে প্রথমবারেই জয় পেলেন স্লট।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com