আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:০৭ পূর্বাহ্ন
আওয়ার ডেইলি খেলা ডেস্ক;-
কানপুরে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগে সংবাদ সম্মেলনে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত জানান সাকিব আল হাসান। একইসঙ্গে জানিয়েছিলেন, দেশের মাটিতে আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলে বিদায় নিতে চান লাল বলের ক্রিকেট থেকে। তবে সেখানে একটা যদি-কিন্তু ছিল। বিদায়ী সিরিজ খেলতে দেশে আসা ও দেশ থেকে ফিরে যাওয়ার নিরাপত্তা চেয়েছিলেন দেশসেরা এ বাঁহাতি অলরাউন্ডার।
সাকিব আল হাসানের নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বল ঠেলে দেয় সরকারের দিকে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সে সময় জানিয়েছিলেন, ক্রিকেটার সাকিবের সব ধরনের নিরাপত্তা দিতে পারলেও ব্যক্তি সাকিবের প্রতি মানুষের যে ক্ষোভ, সেটা দূর করতে সাকিবকেই উদ্যোগ নিতে হবে।
ক্রীড়া উপদেষ্টার এমন মন্তব্যে সমালোচনা কম হয়নি। সেইসঙ্গে সাকিবের দেশে ফেরাও অনিশ্চয়তায় পড়ে। তবে ক্রিকেটার সাকিবকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার আশ্বাস আবারও দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। আসিফ জানিয়েছেন, তাঁর চাওয়া দেশের মাটিতে টেস্ট খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলুক সাকিব।
গতকাল সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা পেয়েছে বাংলাদেশ। এ বিশ্বকাপ দেখতে মধ্যপ্রাচ্যের দেশটিতে গিয়েছেন আসিফ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাকিবের নিরাপত্তা ইস্যুতে কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।
আসিফ বলেছেন, ‘তিনি (সাকিব) এমন একজন খেলোয়াড়, যার দেশের জন্য অনেক অবদান রয়েছে। তিনি যেহেতু বাংলাদেশে নিজের শেষ টেস্ট খেলতে চান, আমি ব্যক্তিগতভাবে চাই সেই সুযোগ তিনি পান।’