আজ রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:২৭ অপরাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক ;-
বাংলাদেশ যেখানেই খেলুক না কেন তাদের সাপোর্ট করতে দুই টাইগার ভক্ত চলে যান সেসব দেশে। বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে পুরো গ্যালারি মাতিয়ে রাখেন তারা। চেন্নাইয়ে চলছে বাংলাদেশ-ভারতের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে মাঠে তেমন একটা দর্শক দেখা যায়নি। তবে মাঠে গিয়েছিলেন বাংলাদেশ দলের সমর্থক রবিউল ইসলাম রবি (টাইগার রবি)। কিন্তু আজ চেন্নাই টেস্টের প্রথম দিনেই এমএ চিদাম্বরম স্টেডিয়ামে তিক্ত এক অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে তাকে।
চেন্নাইয়ের দর্শকের বিরুদ্ধে টাইগার রবির অভিযোগ, গ্যালারিতে থাকা ভারতীয় সমর্থকেরা রবিকে স্টেডিয়াম ছাড়তে বাধ্য করেছেন! সকালে যখন টাইগার পেসারদের তোপে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ চূর্ণ-বিচূর্ণ, তখন বাংলাদেশকে সমর্থন জানিয়ে গ্যালারিতে উচ্চস্বরে ‘বাংলাদেশ–বাংলাদেশ’ স্লোগান দিতে থাকেন টাইগার রবি। তখনই ভারতীয় সমর্থকদের রোষানলে পড়েন রবি। স্বাগতিক দর্শকদের প্রশ্নবিদ্ধ আচরণে না টিকতে পেরে লাঞ্চের আগেই মাঠ থেকে বেরিয়ে যান তিনি। মাঠ থেকে বের হয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান রবিউল ইসলাম রবি (টাইগার রবি)। এক পর্যায়ে তিনি বলেন, ভারত কখনো বাংলাদেশের বন্ধু হয় না, শত্রু। প্রয়োজনে আফগানিস্তানকে সাপোর্ট করেন সেটা অনেক ভালো, কিন্তু ভারতকে করবেন না।