আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:০১ পূর্বাহ্ন
খেলা ডেস্ক :—ইংল্যান্ডের জার্সিতে হ্যারি কেইনের শততম ম্যাচ—উয়েফা নেশনস লিগে ইংল্যান্ড-ফিনল্যান্ড ম্যাচটির ট্যাগলাইন ছিল এটিই। কাল রাতে ওয়েম্বলিতে সেই ম্যাচের আগে কেইনকে স্মারক সোনালি টুপি উপহার দেওয়া হলো। ক্যারিয়ারের বিশেষ ম্যাচটি কেইন খেললেন সোনালি বুট পায়ে। আর মাইলফলকের ম্যাচটা ইংল্যান্ড অধিনায়ক স্মরণীয় করে রাখলেন জোড়া গোল করে। ইংল্যান্ড ম্যাচটি জিতেছে ২-০ গোলেই।
৫৭ মিনিটে প্রথম গোলটি করেন কেইন। ফিনল্যান্ডের এক ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে বল জালে জড়ান এই বায়ার্ন স্ট্রাইকার। ৭৬ মিনিটে দ্বিতীয় গোলটি করা কেইন ম্যাচ শেষে আবেগে ভেসেছেন। সম্প্রচার সংস্থা আইটিভিকে কেইন বলেন, ‘আমার জন্য খুব বড় রাত ছিল এটি। ১০০ ম্যাচ খেলতে পেরে খুব গর্বিত। আমি গোল করতে চাই, চাই দলকে সাহায্য করতে।’
ববি চার্লটন ও ওয়েইন রুনির পর ইংল্যান্ডের তৃতীয় খেলোয়াড় হিসেবে শততম ম্যাচে গোল পেলেন কেইন। তবে ইংল্যান্ডের জার্সিতে ১০০তম ম্যাচে জোড়া গোল করা প্রথম খেলোয়াড় কেইনই।