আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৫৮ অপরাহ্ন

Logo
News Headline :
পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ দাখিলের পর ঘুষের ১৯ হাজার টাকা ফেরত দিলেন এসআই সাইফুল ইসলাম চরভদ্রাসন উপজেলা  গাজীরটেকে গাছ কাঁটাকে কেন্দ্র করে  বিরধে গৃহবধূকে অমানবিক নির্যাতন ওশীলতাহানী তজুমদ্দিনে শিশু শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার বদলগাছীতে বিয়ে কিশোরীর ছাড়াই সন্তান প্রসব এলাকায় তোলপাড়, পরিবারের অভিযোগ ধর্ষণ। ববি ছাত্রলীগ নেতা আবিদ মাদকসহ গ্রেফতার, পাঁচ দিনের কারাদণ্ড বরিশাল প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে ববি প্রেস ক্লাবের শুভেচ্ছা ও অভিনন্দন বাজিতপুরে মামলা তুলে আনার জন্য বাদীকে হুমকির অভিযোগ বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠানকে আড়াই কোটি টাকা অনুদান :- ধর্ম মন্ত্রণালয় জোর করে নারীকে বোরকা পরাবো না: জামায়াতে আমির ব্রাহ্মণবাড়িয়ায় গর্তে পোড়ানো হচ্ছিল নারীর মাথাবিহীন মরদেহ
 ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস

 ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস

খেলা ডেস্ক :—

তিনি যতটা না ব্রাজিলের, এর চেয়ে বেশি রিয়াল মাদ্রিদের—ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে ব্রাজিল সমর্থকদের এমন অভিযোগ অনেক দিনের। এই অভিযোগ থেকে মুক্তি পাওয়ার উপায় একটিই—ক্লাব রিয়াল মাদ্রিদের মতো জাতীয় দল ব্রাজিলের হয়েও সমানতালে পারফর্ম করে যাওয়া।

কিন্তু ব্রাজিল ভক্তদের প্রত্যাশার ধারেকাছেও যেতে পারছেন না ভিনিসিয়ুস। ব্রাজিলের দুঃসময়ও তাই কিছুতেই পিছু ছাড়ছে না। চোটের কারণে প্রায় এক বছর ধরে নেইমার না থাকায় আক্রমণভাগে দলকে টেনে তোলার দায়িত্ব ভিনিসিয়ুসের ওপরই বর্তেছিল; কিন্তু দেশের জার্সিতে একের পর এক ম্যাচে ছন্নছাড়া পারফর্ম করে যাচ্ছেন এই উইঙ্গার। ব্রাজিলের বাজে সময় চলতে থাকার অন্যতম কারণও মনে করা হচ্ছে তাঁর নিষ্প্রভতা।  

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত খেলা ৮ ম্যাচের ৪টিতেই হেরেছে ব্রাজিল, যার সর্বশেষটি আজ প্যারাগুয়ের বিপক্ষে (১–০)। অথচ দক্ষিণ আমেরিকান অঞ্চলের (কনমেবল) আগের পাঁচ বিশ্বকাপ বাছাইয়ে ৭১ ম্যাচ খেলে মাত্র ৫টিতে হেরেছিল ব্রাজিল। এতেই স্পষ্ট, রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কতটা খারাপ সময় পার করছে। আজকের হারে বাছাইয়ের পয়েন্ট তালিকার পাঁচে নেমে গেছে দরিভাল জুনিয়রের দল।

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত খেলা ৮ ম্যাচের ৪টিতেই হেরেছে ব্রাজিল, যার সর্বশেষটি আজ প্যারাগুয়ের বিপক্ষে (১–০)। অথচ দক্ষিণ আমেরিকান অঞ্চলের (কনমেবল) আগের পাঁচ বিশ্বকাপ বাছাইয়ে ৭১ ম্যাচ খেলে মাত্র ৫টিতে হেরেছিল ব্রাজিল। এতেই স্পষ্ট, রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কতটা খারাপ সময় পার করছে। আজকের হারে বাছাইয়ের পয়েন্ট তালিকার পাঁচে নেমে গেছে দরিভাল জুনিয়রের দল।

যদিও ভুলগুলো শুধরে দ্রুত ভালো করার ব্যাপারে আশাবাদী ভিনিসিয়ুস, ‘জানি, আমি কোন দেশকে প্রতিনিধিত্ব করি। যখন আমি ভালো অবস্থায় পৌঁছাব (উন্নতি করব), তখন সবাইকে (আমার খেলার দিয়ে) মানসিক প্রশান্তি দেব। আমি আমার দায়িত্ব সম্পর্কে অবগত। যত দ্রুত সম্ভব, আমি উন্নতি করতে চাই।’

রিয়াল মাদ্রিদের জার্সিতে ২০২৩–২৪ মৌসুম দুর্দান্ত কেটেছে ভিনিসিয়ুসের। স্পেন ও ইউরোপের সফলতম ক্লাবটির হয়ে গত মৌসুমে স্প্যানিশ সুপার কাপ, লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের পথে করেছেন ২৪ গোলে, সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১ গোল। এবারের বালন ডি’অর জয়ের দৌড়েও তাই তাঁর নাম ওপরের সারিতে আছে; কিন্তু রিয়ালের সাদা জার্সি খুলে ব্রাজিলের হলুদ জার্সি পরতেই কী যেন হয় ভিনির।

ক্লাবে পারলেও জাতীয় দলে পারছেন না কেন—এমন প্রশ্নের ভিনির উত্তর, ‘এটা সম্পূর্ণ আলাদা। ইউরোপের খেলায় গতি বেশি থাকে। মাঠের এক পাশ থেকে আরেক পাশে বল অনেক দ্রুত আসে। (জাতীয় দলের হয়ে) ম্যাচ জিততে হলে আমাদের দ্রুত মানিয়ে নিতে হবে। আমরা এখন কী ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, তা জানি। যেকোনো মূল্যে আমরা ব্রাজিলকে এই পরিস্থিতি থেকে বের করে আনতে চাই। আমাদের এখন বাড়ি ফিরে ভাবতে হবে পরবর্তী সময়ে কীভাবে ভালো খেলতে পারি। আমরা এখানে (প্যারাগুয়েতে) পয়েন্ট হারাতে আসিনি। এখন কঠিন সময় চলছে। সমালোচনা সইতেই হবে।’

ব্রাজিলের পরের ম্যাচ আগামী ১১ অক্টোবর চিলির বিপক্ষে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com