বাংলাদেশ দলকে সংবর্ধনা দেবে সরকার

আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক :—

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম সিরিজ জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। তাও আবার শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে, তাদের মাটিতেই। স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত সরকার।

দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে জয়ের পরপরই পাকিস্তানে ফোন করে বাংলাদেশ দলকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুধু তাই নয়, এ সময় তিনি দলকে সংবর্ধনা দেওয়ার কথাও জানান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়— বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা টেলিফোনে শান্তকে বলেন, ‘সরকার এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। পুরো জাতি আপনাকে (দলকে) নিয়ে গর্বিত।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টা জানিয়েছেন— দেশে ফিরে আসার পর বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *