আজ বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন

Logo
উসমান খানের সেঞ্চুরিতে চিটাগং কিংসের রান পাহাড়

উসমান খানের সেঞ্চুরিতে চিটাগং কিংসের রান পাহাড়

খেলা ডেস্ক :-

চলতি বিপিএলের প্রথম সেঞ্চুরি করেছেন চিটাগং কিংসের ওপেনার উসমান খান। তার সেঞ্চুরিতে ভর করে দুর্বার রাজশাহীর বিপক্ষে রানের পাহাড় গড়েছে চিটাগং।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলায় টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২১৯ রান সংগ্রহ করেছে চিটাগং। ফলে জয়ের জন্য রাজশাহীকে ২২০ রান করতে হবে।

টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই প্রথম উইকেট হারিয়েছিল চিটাগং কিংস। তাসকিন আহমেদের বলে সাব্বির হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পারভেজ হোসেন ইমন। এরপরের দুর্বার রাজশাহীর বোলারদের ওপর দিয়ে ঝড় বইয়ে দিয়েছেন পাকিস্তানের ওপেনার উসমান। 

উসমান খানকে দারুণ সঙ্গ দিয়েছেন ইংলিশ ব্যাটার গ্রাহাম ক্লার্ক। দু’জনে মিলে দ্বিতীয় উইকেটে ৬৩ বলে ১২০ রানের জুটি গড়েন। যদিও ২৫ বলে ৪০ রানে সোহাগ গাজীর বলে ফিরতে হয়েছে ক্লার্ককে। 

তবে রানের গতি বাড়ানোর সঙ্গে ইনিংসও বড় করেছেন উসমান। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২১ বলে পেয়েছেন হাফ সেঞ্চুরি। পঞ্চাশ ছোঁয়ার পর রান তোলার গতি কমেনি তার। যদিও সেঞ্চুরি পাওয়ার আগেই ফিরতে পারতেন উসমান।

সোহাগ গাজীর শর্ট ডেলিভারিতে স্কয়ার লেগ দিয়ে খেলতে গিয়ে ক্যাচ দিয়েছিলেন। তবে সেটা লুফে নিতে পারেননি সাব্বির হোসেন কিংবা শফিউল ইসলামের কেউ। জীবন পেয়ে ৪৮ বলে সেঞ্চুরি পেয়েছেন পাকিস্তানের এই ব্যাটার। শেষ পর্যন্ত ৬২ বলে ১৩ চার ও ৬ ছক্কার মারে ১২৩ রান আউট হয়ে সাজঘরে ফিরেন উসমান।

বিপিএলের ইতিহাসে এটি ৩৩তম সেঞ্চুরি। এছাড়া ক্যারিয়ারে দ্বিতীয় শতকের দেখা পেলেন পাকিস্তানের এই ব্যাটার।

এর আগে ২০২৩ সালে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে রংপুর রাইডার্সের বিপক্ষেও সেঞ্চুরি করেছিলেন উসমান।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com