আজ শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৭:০৮ অপরাহ্ন

Logo
News Headline :
মুন্সীগঞ্জে বদরুদ্দোজা চৌধুরীর স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত ত্রিমোহনী স্কুল প্রিমিয়ার লীগের উদ্বোধন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রিপোর্ট মিল্লাত ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান,গ্রেফতার ২৬ দীর্ঘ ৩ মাস ১১ দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হলো “সিরাজগঞ্জ এক্সপ্রেস” ট্রেন  নরসিংদীর মনোহরদীতে খিদিরপুর বাজার পরিচালনা কমিটি গঠন লংগদুতে জামায়াতের কর্মী টিএস অনুষ্ঠিত  বদলগাছীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে অনশন! নলছিটিতে ইঁদুর মা*রা*র ওষুধ খেয়ে প্রাণ গেল দুই ভাই-বোনের  কমলগঞ্জে মণিপুরী পাড়ায় পাড়ায় চলছে মহারাসলীলা উদযাপনের প্রস্তুতি 
ইতালির আঙিনায় দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল বেলজিয়াম

ইতালির আঙিনায় দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল বেলজিয়াম

খেলা ডেস্ক :-

ম্যাচ শুরু হতেই বেলজিয়ামের জালে বল। ২৩ মিনিট পর আরেক গোল করে জয়ের দারুণ সম্ভাবনা জাগায় ইতালি। কিন্তু, বিরতির আগে হঠাৎ করেই ম্যাচের মোড় ঘুরে যায়। আর এক জন কম নিয়ে দ্বিতীয়ার্ধে তো তেমন লড়াই-ই করতে পারেনি তারা। ঘুরে দাঁড়িয়ে বেলজিয়াম পাল্টা জয়ের সম্ভাবনা জাগালেও, শেষ পর্যন্ত তারাও পারেনি ব্যবধান গড়ে দিতে।

রোমের স্তাদিও অলিম্পিকোয় বৃহস্পতিবার রাতে নেশন্স লিগের রোমাঞ্চ ছড়ানো ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

আন্দ্রেয়া কাম্বিয়াসো স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মাতেও রেতেগি। প্রথমার্ধের শেষ দিকে লরেন্সো পেল্লেগ্রিনি লাল কার্ড দেখলে খেলার দিক বদলে যায়। ওই ফ্রি কিকের ফলশ্রুতিতেই মাক্সিম দে কাওপারের গোলে লড়াইয়ে ফেরে বেলজিয়াম। পরে সমতা টানেন লিয়ান্দ্রো ট্রোসার্ড।

গত মাসে ফ্রান্সের বিপক্ষে হারের ম্যাচে দলের যাচ্ছেতাই পারফরম্যান্সের কড়া সমালোচনা করেছিলেন কেভিন ডে ব্রুইনে। এবার চোটের কারণে তিনি দলেই নেই। নিয়মিত অধিনায়ককে ছাড়া এখানে লড়াই শুরু হতেই গোল খেয়ে বসে বেলজিয়াম।

প্রথম মিনিটে প্রতিপক্ষের থেকে বল কেড়ে নিয়ে আক্রমণ শাণায় ইতালি। বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রস বক্সে পেয়ে, ডিফেন্ডারের বাধা এড়িয়ে শট নেন কাম্বিয়াসো। কোনোমতে গোলরক্ষক পা দিয়ে রুখে দিলেও বিপদ কাটেনি, দ্বিতীয় প্রচেষ্টায় ছোট্ট টোকায় দলকে এগিয়ে নেন ইউভেন্তুস ডিফেন্ডার।

নিজেদের খুঁজে ফেরা বেলজিয়ানদের ওপর চাপ ধরে রেখে ২৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইতালি। এখানেও জড়িয়ে কাম্বিয়াসোর নাম। তার কোনাকুনি শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন কোয়েন কাস্তেলস, কিন্তু এবারও দলকে বিপদমুক্ত করতে পারেননি তিনি। আলগা বল ছয় গজ বক্সে পেয়ে সহজেই জালে পাঠান রেতেগি।

বিরতির মিনিট পাঁচেক আগে আচমকাই চিত্রপটে পরিবর্তন। পরপর দুটি ধাক্কা খায় ইতালি। বেলজিয়ান ডিফেন্ডার আর্থারকে মারাত্মক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ইতালিয়ান মিডফিল্ডার পেল্লেগ্রিনি। ওই ফ্রি কিকে সতীর্থের পা ঘুরে বল পেয়ে বক্সের মুখ থেকে বাঁকানো শটে ব্যবধান কমান ক্লাব ব্রুজের ডিফেন্ডার মাক্সিম দে কাওপার।

দ্বিতীয়ার্ধে একটু একটু করে পাল্টা চাপ বাড়ানো বেলজিয়াম ৬১তম মিনিটে সমতা টানে। কর্নারের পর সতীর্থের হেডে বাড়ানো বল গোলমুখে পেয়ে ভলিতে গোলটি করেন আর্সেনাল ফরোয়ার্ড ট্রোসার্ড।

বাকি সময়ে ইতালি পাল্টা জবাব দেওয়ার মরিয়া চেষ্টা করবে কী, বেশিরভাগ সময় দ্বিতীয় সেরা দল হয়েই থাকে তারা। বেলজিয়ামও আর পারেনি প্রতিপক্ষের চেয়ে এক জন বেশি নিয়ে খেলার সুবিধা কাজে লাগাতে।

ঘরের মাঠে পয়েন্ট হারালেও ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে ইতালি, তিন ম্যাচে তাদের পয়েন্ট ৭।

আরেক ম্যাচে ইসরায়েলকে ৪-১ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ফ্রান্স। আর ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বেলজিয়াম।

তিন ম্যাচে বেলজিয়ামের পয়েন্ট শূন্য।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com