আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:৩০ পূর্বাহ্ন

Logo
News Headline :
পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ দাখিলের পর ঘুষের ১৯ হাজার টাকা ফেরত দিলেন এসআই সাইফুল ইসলাম চরভদ্রাসন উপজেলা  গাজীরটেকে গাছ কাঁটাকে কেন্দ্র করে  বিরধে গৃহবধূকে অমানবিক নির্যাতন ওশীলতাহানী তজুমদ্দিনে শিশু শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার বদলগাছীতে বিয়ে কিশোরীর ছাড়াই সন্তান প্রসব এলাকায় তোলপাড়, পরিবারের অভিযোগ ধর্ষণ। ববি ছাত্রলীগ নেতা আবিদ মাদকসহ গ্রেফতার, পাঁচ দিনের কারাদণ্ড বরিশাল প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে ববি প্রেস ক্লাবের শুভেচ্ছা ও অভিনন্দন বাজিতপুরে মামলা তুলে আনার জন্য বাদীকে হুমকির অভিযোগ বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠানকে আড়াই কোটি টাকা অনুদান :- ধর্ম মন্ত্রণালয় জোর করে নারীকে বোরকা পরাবো না: জামায়াতে আমির ব্রাহ্মণবাড়িয়ায় গর্তে পোড়ানো হচ্ছিল নারীর মাথাবিহীন মরদেহ
আয়ারল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়ে জয় পেল বাংলাদেশ 

আয়ারল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়ে জয় পেল বাংলাদেশ 

খেলা ডেস্ক :-

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়ে জয় পেল বাংলাদেশের মেয়েরা। ১৫৪ রানের জয় মেয়েদের ওয়ানডে ইতিহাসে সবোর্চ্চ জয়ের রেকর্ড।

বুধবার মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২৫২ রান করে স্বাগতিকরা। ওই রান তাড়া করতে নেমে স্রেফ ৯৮ রানে অলআউট হয়েছে আয়ারল্যান্ড। ফলে আয়ারল্যান্ড নারী দলকে ১৫৪ রানে হারিয়েছে বাংলাদেশ নারী দল। রানের ব্যবধানে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় জয়।

এর আগে গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১৯ রানের জয় এতদিন ছিল সর্বোচ্চ। 

এর আগে উদ্বোধনী জুটিতে ধীর শুরু করেন ফারজানা হক ও মুর্শিদা খাতুন। পাওয়ার প্লের ১০ ওভারে ২৭ রান তোলেন তারা। এই জুটি ভাঙেন ১৯তম ওভারে গিয়ে।  

লরা ডেলেনির বলে ক্যাচ দিয়ে আউট হয়ে যান মুর্শিদা খাতুন। ৬১ বলে ৫ চারে ৩৮ রান করে আউট হন তিনি। আরেক ওপেনার ফারজানা হক আউট হন এইমি মেগোয়েরের বলে। এলবিডব্লিউ হওয়ার আগে ১১০ বলে ৬১ রান করে আউট হয়ে যান তিনি।  

তিনে খেলতে আসা শারমিন আক্তার সুপ্তা দুর্দান্ত খেলতে থাকেন। মুর্শিদার পর তিনি জুটি গড়েন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে। এই জুটিতে বলের সঙ্গে পাল্লা দিয়েই রান আসে। ৬৪ বলে ৬১ রান করেন তারা।  

৪৭তম ওভারে গিয়ে জ্যোতি আউট হন ২৮ বলে ২৮ রান করে। তার বিদায়ের পর আশা ছিল শারমিন আক্তার সুপ্তার সেঞ্চুরি নিয়ে। দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকানোর সুযোগ ছিল তার সামনে।

কিন্তু তাকে ফিরতে হয়েছে তার আগেই। ১৪ চারের ইনিংসে ৮৯ বলে ৯৬ রান করে সুপ্তা ফ্রেয়া সারগান্টের বলে মিড অফে ক্যাচ দেন আরলেনে কেলির হাতে। তবে বাংলাদেশ শেষ অবধি করেছে রেকর্ড রান। ৪ উইকেট হারিয়ে ২৫২ রান করে তারা ওয়ানডেতে এটিই বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ রান। 

২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ উইকেট হারিয়ে ২৫০ রান ছিল এতদিন সর্বোচ্চ।

রান তাড়ায় নামা আয়ারল্যান্ডকে প্রথম ধাক্কা দেন মারুফা আক্তার। টানা দুই বলে তিনি ফেরান দু’জনকে। তৃতীয় ওভারে এসে প্রথমে গ্যাবি লুইসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন। এরপর এমি হান্টার ক্যাচ দেন উইকেটের পেছনে।  

শুরুর এই চাপ আর কখনোই সেভাবে সামলে উঠতে পারেনি আয়ারল্যান্ড। বাংলাদেশের স্পিনাররা আসতে আরও ভেঙে পড়ে তাদের ব্যাটিং। সর্বোচ্চ ৩৮ রানের জুটি হয় ওরলা প্রেন্ডাগাস্ট ও সারাহ ফোরবাসের মধ্যে। এই জুটি ভাঙেন নাহিদা আক্তার, তার বলে রাবেয়া খানের হাতে ক্যাচ দেন ৩৪ বলে ১৯ রান করা ওরলা।  

দলের পক্ষে সর্বোচ্চ ৫১ বলে ২৫ রান করা সারাহ ফেরেন রান আউট হয়ে। এছাড়া ৩৮ বলে ২২ রান আসে লরা ডেলেনির ব্যাট থেকে। বাংলাদেশের পক্ষে তিন উইকেট করে নেন সুলতানা খাতুন ও নাহিদা আক্তার, দুই উইকেট পান মারুফা।  

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com