আজ শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৯:১৬ পূর্বাহ্ন
ডেস্ক নিউজ :-
বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীপাড়ে অবৈধ ভেকু মেশিন দিয়ে মাটি কাটায় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। রবিবার বিকালে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের কাইসমা বাজারসংলগ্ন মেঘনার শাখা নদীপাড়ে অবৈধ ভেকু মেশিন দিয়ে মাটি উত্তোলন করার প্রাক্কালে ভেকুমেশিন মালিককে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তাকে ভ্রাম্যমাণ আদালতে তুলে লাখ টাকা জরিমানা করাসহ আগামীতে আর অবৈধভাবে মাটি কাটবেন না, এমন মুচলেকা শর্তে মুক্তি দেওয়া হয়।
পুলিশ জানায়, নদীতীরের মাটি অবৈধভাবে কাটা হচ্ছে এমন সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ইয়াসিন সাদেকের নেতৃত্বধীন ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে যান। এবং সেখান থেকে মাটি কাটা অবস্থায় ভেকু মেশিন ও অন্যন্য সরঞ্জাম জব্দসহ মালিককে আটক করেন।
জানা গেছে, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইয়াসিন সাদেকের ওই ভ্রাম্যমাণ আদালত ভেকু মালিককে লাখ টাকা জরিমানা করেছেন।
এই তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন জানান, হিজলা উপজেলার অধিকাংশ নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। তারপরেও প্রতিরাতে মাটি কেটে অসংখ্য ইটভাটায় নেওয়া হয়। এমনটি চলতে থাকলেও উপজেলাটি মানচিত্র থেকে হারিয়ে যাবে। সুতরাং উপজেলাটি রক্ষায় অবৈধভাবে ড্রেজার ব্যবহার বন্ধ করাসহ নদীতীরের মাটি কাটা ও এর সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’