আজ শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক :-
সিরাজগঞ্জে অভিনব কায়দায় পাচারারের সময় গরু বহনকারী মিনি ট্রাক হতে ২৬কেজি গাজা উদ্ধার করেছে ডিএনসি রাজশাহী গোয়েন্দা টিম।
শনিবার বিকালে ৫ দিকে সিরাজগঞ্জ জেলার সলংগা থানার ভুইয়াগাতি এলাকা হতে , গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গরু বহনকারী মিনি ট্রাকের মধ্যে বিশেষ কৌশলে পাচারকালে ২৬ কেজি গাজা ও এ কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাকসহ দুই জনকে আটক করেছেন ডিএনসি রাজশাহী গোয়েন্দা টিম।
আটকৃতরা হলেন, রফিকুল ইসলাম পিতা: মৃত উসমান আলী, সাইফুল ইসলাম পিতা: মৃত তছিমউদ্দিন।
এ সময় ডিএনসি রাজশাহী গোয়েন্দার উপ পরিচালক জিল্লুর রহমান বলেন,মাদক পাচারকারীদের সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে, এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের এর প্রস্তুতি