আজ শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক;-
শিক্ষার্থীরা বলেন, এম এ মান্নান শুরু থেকেই শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের পক্ষে ছিলেন। তিনি সবসময়ই সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন। তাকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। যা কোনোভাবেই কাম্য নয়। আমরা চাই এই মিথ্যা মামলা থেকে দ্রুত এম এ মান্নানকে মুক্তি দেওয়া হোক।
এর আগে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে জেলার শান্তিগঞ্জের হিজলবাড়ি থেকে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে গ্রেফতার করে জেলা পুলিশ। এর প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। অবরোধ কর্মসূচির পর শিক্ষার্থীরা নিজ দায়িত্বে সড়কে লেগে থাকা যানজট নিরসনের কাজ করেন।