আজ শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক –
মুন্সীগঞ্জে পৌর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র মোঃ শহিদুল ইসলাম শাহীনসহ আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার মিরকাদিমের আলোচিত জিল্লু হত্যা মামলার সকল আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে জিল্লুর পরিবারের সদস্য ও এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনের রাস্তায় এ মানববন্ধন করা করেন তারা।
এসময় মানববন্ধনে নিহতের পরিবারের সদস্যরা জিল্লু হত্যায় সাথে জড়িত সাবেক মিরকাদিম পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ শহিদুল ইসলাম শাহীনসহ সকল আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসি কার্যক্রর করার দাবি জানান। জিল্লু হত্যার জড়িতরা প্রতিনিয়ত জিল্লুর পরিবারের সদস্যদের মামলা তুলে নিতে হুমকি ধামকি দিচ্ছে বলে মানববন্ধন অভিযোগ করেন তারা। এ সময় মানববন্ধনে নিহত জিল্লুর স্ত্রী, তিন মেয়ে ও আপন ছোট ভাই মাসুদ পারভেজসহ অর্ধশতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।