আজ শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ন
ডেস্ক নিউজ :-
বরিশাল জেলার উজিরপুরে মা ইলিশ রক্ষার অভিযানে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরায় যুবককে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) সকালে শিকারপুর বাজার সংলগ্ন সন্ধ্যা নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে পূর্ব জয়শ্রী গ্রামের মোঃ আয়নাল হক হাওলাদারের ছেলে মোঃ বাদল হাওলাদার (২৬) মাছ ধরতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে।
অভিযান পরিচালনা করেন উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হাসনাত জাহান খান, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, মাঠ সহায়ক শফিকুল ইসলাম, ডাটাবেইজ গননাকারী মোঃ নাজমুল ইসলাম, উজিরপুর মডেল থানা পুলিশ।
এসময় অভিযুক্ত বাদল হাওলাদারকে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসনাত জাহান খান।