আজ শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন

Logo
বরিশালে বিএনপির দুই নেতাকে অব্যাহতি

বরিশালে বিএনপির দুই নেতাকে অব্যাহতি

আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক;-

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল মহানগর বিএনপির ১৭ নম্বর ওয়ার্ডের আহবায়ক ও সদস্য সচিবকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বরিশাল মহানগর বিএনপি। অব্যাহতি প্রাপ্তরা হলেন আহবায়ক মো. সাগরউদ্দিন মন্টি ও সদস্য সচিব আরমান সিকদার নুন্না। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিএনপির হাইকমান্ডের নির্দেশনা উপেক্ষা করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অপরাধ তদন্তে প্রমাণিত হওয়ায় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকাদর স্বাক্ষরিত ওই অব্যাহতির ওই চিঠি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদকদ্বয়কে অনুলিপি হিসেবে দেয়া হয়েছে। 
আহবায়ক মন্টির বিরুদ্ধে নগরীর সদর রোড বায়তুল মোকাররম মসজিদ কমিটির সভাপতিকে মারধর ও অপহরণ চেষ্টা এবং সদস্য সচিব নুন্নার বিরুদ্ধে নানা ত্রাস সৃষ্টির অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com