ঢাকা দক্ষিণের কাউন্সিলর বিএম সিরাজুল ইসলাম ভাট্টি গ্রেফতার 

আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক :-

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা বিএম সিরাজুল ইসলাম ভাট্টিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রাধানগর এলাকার একটি অভিজাত হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। হোটেল থেকে তিনি ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করছিলেন। তার বিরুদ্ধে রাজধানীর মুগদা থানায় মামলা রয়েছে বলে জানা গেছে।

রিসোর্ট সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম শনিবার দুপুর ১২টার দিকে তাদের রিসোর্টে ওঠেন। তার সঙ্গে আরো ১০-১২ জন আসেন। সবাই একদিনের জন্য ৪-৫টি রুম বুকিং করেন। প্যারাগন হোটেলের ৩১০ নম্বর রুম থেকে তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলার ঘটনায় ঢাকার মুগদা থানায় মামলা রয়েছে। এছাড়াও তিনি একাধিক মামলার আসামি। হোটেলে তার সঙ্গে পরিবারের অন্য সদস্যরাও ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, আমাদের কাছে তথ্য ছিল তিনি শনিবার রাতেই মৌলভীবাজারের সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাবেন। তিনি মুগদা থানায় এজাহারভুক্ত মামলার আসামি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মুগদা এলাকায় ছাত্রদের ওপর যে হামলা করা হয়েছিল, তিনি ওই হামলায় সরাসরি নেতৃত্ব দেন।

তিনি আরো বলেন, আমাদের আভিযানিক দল প্রথমে তার অবস্থান নিশ্চিত করে। পরে তাকে গ্রেফতার করা হয়। এখন তাকে আমাদের স্থানীয় থানায় রাখব। পরবর্তীতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *